E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১২ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতে

২০১৬ জানুয়ারি ০৯ ১১:৩৯:৫৮
১২ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতে

বেনাপোল প্রতিনিধি : দুই বছর আগে ভারতে পাচার হওয়া ১৮ বাংলাদেশি তরুণীর মধ্যে ১০ তরুণী ও আরো দুই বাংলাদেশি যুবককে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।

কাগজপত্রের জটিলতার কারণে বাকি ৮ তরুণীকে পাঠানো সম্ভব হয়নি।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ এদের স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে সোপর্দ করে। পরে সেখান থেকে যশোর রাইটস নামে একটি বেসরকারি (এনজিও) সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশে।

ফেরত আসা বাংলাদেশিরা হলো- শাপলা বেগম (২১), হালিমা বেগম-১ (২৩) , নয়ন তারা (২০), আকলিমা খাতুন (২৪), সাথী বেগম (২৫), হালিমা বেগম-২ (২২), জেসমিন আক্তার (২২), মোমেনা খাতুন (২৪), আয়শা খাতুন (২৬), ইতি খাতুন (২৩), সাব্বির হাওলাদার (২৫) ও সাইফুল হাওলাদার (২৪)। এদের বাড়ি যশোর, বাগেরহাট, মৌলভীবাজার, ঝিনাইদহ ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের এসআই জাকির হোসেন জানান, ফেরত আসা ১২ বাংলাদেশিকে এনজিও সংস্থা যশোর রাইটসের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা পরবর্তীতে ছেলে-মেয়েদের অভিভাবকদের কাছে তুলে দেবে।

যশোর রাইটসের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান বলেন, ফেরত আসা ছেলে-মেয়েরা যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চায় তাহলে আইনি সহয়তা করা হবে।

এদিকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির জেলা সমন্বয়কারী কর্মকর্তা মুহিত হোসেন বলেন, পাচার হওয়া আরো আট মেয়ে এখনও ওপারে রয়ে গেছে। আজকে তাদের আসার কথা ছিল। কিন্তু কাগজপত্রের জটিলতার কারণে তারা আসতে পারেনি।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test