E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঋণের টাকা পরিশোধ করেতে না পেরে রিক্সা চালকের আত্মহত্যা

২০১৬ এপ্রিল ১৩ ১৭:২২:০১
ঋণের টাকা পরিশোধ করেতে না পেরে রিক্সা চালকের আত্মহত্যা

মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার আটপাড়া উপজেলার দেওশ্রী গ্রামের তাজ্জত আলীর ছেলে ব্যাটারি চালিত রিক্সা চালক জহিরুল ইসলাম (১৩) মায়ের ঋণের টাকা পরিশোধ করতে না পারায় অবশেষে মঙ্গলবার রাতে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দেওশ্রী গ্রামের বর্তমান ৪নং ওয়ার্ড মেম্বার আনোয়ারের নিকট থেকে জহিরুল ইসলামের মা গত ১ বছর পূর্বে ৫ হাজার টাকা সুদে ঋণ নেন। বর্তমানে ঐ ঋণ সুদে আসলে ১৮ হাজার টাকা দাঁড়িয়েছে বলে মেম্বারের দাবি ছিল। সোমবার রিক্সা চালক জহিরুল ইসলাম যাত্রী নিয়ে আনোয়ার মেম্বারের বাড়ীর নিকট দিয়ে যাওয়ার সময় তার গতিরোধ করে রিক্সাটি আটক করে এবং তাকে মারধর করে।

খবর পেয়ে জহিরুলের বৃদ্ধ বাবা মা মেম্বারের বাড়িতে গেলে তাদেরকেও মারধর করে। ঐ দিন বিকালে মদন পৌরসভার কাউন্সিলর মির্জা জামালসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের নিয়ে গ্রাম্য শালিশে বসলেও এর কোন সুরহা হয়নি।

এরই প্রেক্ষিতে মঙ্গলবার গভীর রাতে মনের ক্ষোভে জহিরুল ইসলাম বাড়ির সামনে মগড়া নদীর পাড়ে গাব গাছে দড়িঁ দিয়ে ফাসিঁতে ঝুলে আত্মহত্যা করে।

এ ব্যাপারে আটপাড়া থানার ওসি ফারুক আহম্মেদ ঘটনার সততা স্বীকার করে বলেন, মায়ের ঋণের টাকা পরিশোধ করতে না পেরেই মনের ক্ষোভে রিক্সা চালক আত্মহত্যা করেছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোণা মর্গে প্রেরণ করা হয়েছে।

(এএমএ/এএস/এপ্রিল ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test