E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দুর্গাপুরে মিডওয়াইফদের পরিচিতি সভা

২০১৬ মে ০৫ ১৩:৪৪:০৭
দুর্গাপুরে মিডওয়াইফদের পরিচিতি সভা

দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি :জেলার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অনেকগুলো কর্মসূচীর অন্যতম কর্মসূচী হচ্ছে মিডওয়াইফ ও মিডওয়াইফারি শিক্ষা।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ্য,পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচী এর যৌথ উদ্যেগে ডিএফআইডি এর অর্থায়নে ‘নিরাপদ প্রসব ও মাতৃ মৃত্যু হার কমানোর লক্ষ্যে ’ মিডওয়াইফদের পরিচিতি সভা অনুষ্টিত হয়।

বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার ঘোষ এর সভাপতিত্বে পরিচিতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডেভলপিং মিডওয়াইভস প্রজেক্ট এর প্রকল্প সমন্বয়কারী সুজিত বনোয়ারী, ব্র্যাক এর সিনিয়র জেলা ব্যবস্থাপক মোঃ আব্দুল হালিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল কদ্দুছ, ব্র্যাক এর স্বাস্থ্য উপজেলা ব্যবস্থাপক মোছাঃ নার্গিস বেগম, সাংবাদিক নিতাই সাহা। এ সভায় স্বাস্থ্য বিভাগের সিনিয়র নার্সবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশে মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু ও রোগাক্রান্ত হওয়ার হার কমিয়ে আনার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ২০১০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে ২০১৫ সালেন মধ্যে ৩শত দক্ষ ও প্রশিক্ষিত মিডওয়াইফ তৈরীর অঙ্গীকার ব্যক্ত করেন। আর এই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের একটি কৌশল পত্র প্রনয়ন করে। তারই ধারাবাহিকতায় গণপ্রজতন্ত্রী বাংলাদেশ সরকারের পাশাপাশি ব্র্যাক বিশ্ববিদ্যালয় ২০১৩ সালে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা -ইন- মিডওয়াইফারি শিক্ষা কার্যক্রম চালু করেছে। ইতিমধ্যেই এই বিশ্ববিদ্যালয় থেকে ১৭৯ জন মিডওয়াইফাই ডিপ্লোমা -ইন- মিডওয়াইফারি ডিগ্রী লাভ করেছেন। এরমধ্যে নেত্রকোণা জেলা থেকে ৫ জন তার মধ্যে দুর্গাপুর উপজেলার ২জন এই ডিগ্রী লাভ করেছে এবং তারা মাঠে কাজ শুরু করেছে।





(এনএস/এস/মে০৫,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test