E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিসিসির নোটিশ অমান্য করে চলছে ভবন নির্মাণ

২০১৬ জুন ০১ ১৬:১৩:২৮
বিসিসির নোটিশ অমান্য করে চলছে ভবন নির্মাণ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : পার্শ্ববর্তী সীমানা প্রাচীর থেকে তিন ফুট দুরত্বে এবং রাস্তার ওপর বৃদ্ধি করে ভবন নির্মাণ না করার জন্য দুই দফা মৌখিক নিষেধাজ্ঞা ও পরবর্তীতে নোটিশ জারি করেছে বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষ। ওই নির্দেশকে অমান্য করে বরং প্রতিবেশীদের সম্পত্তি দখল করে নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোড ভবন নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন এক প্রভাবশালী ব্যক্তি। ফলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, কাউনিয়া ব্রাঞ্চ রোডের দ্বিতীয় পুকুর পাড়ের খান কুটিরের বাউন্ডারি দেয়ালের মধ্যে অতিসম্প্রতি স্থানীয় প্রভাবশালী মাহবুবুর রহমান ভূইয়া ও ফিরোজা বেগম ফিরু বহুতল ভবন নির্মানের কাজ শুরু করেন। প্রথম তলার ছাঁদ ঢালাইয়ের সময় বিসিসির নিয়মানুযায়ী পার্শ্ববর্তী সীমানা প্রাচীর থেকে তিন ফুট দূরত্ব বজায় রাখার কথা রয়েছে। কিন্তু সে নিয়মকে অমান্য করে বরং প্রথম ও দ্বিতীয় তলার ছাদের বাড়তি অংশ রাস্তাসহ পাশ্ববর্তী বাড়ির বাউন্ডারি দেয়ালগুলোর ওপর বৃদ্ধি করা হয়। ফলে ওই ভবনের পাশ^বর্তী বাসার বাসিন্দারা ভবিষ্যতে দরজা-জানালা খোলা এবং বৃষ্টির পানির কারনে চরম বেকায়দায় পরবেন মর্মে বিসিসির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

বিসিসি সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে নিয়ম অনুযায়ী কাজ করার জন্য দুই দফা মৌখিক এবং পরবর্তীতে লিখিত নোটিশ দেয়া হয়েছে। স্থানীয়রা আরও অভিযোগ করেন, বিসিসির নির্দেশ অমান্য করেই অভিযুক্ত ভবন মালিক মাহবুবুর রহমান ভূইয়া ও ফিরোজা বেগম ফিরু ভবন নির্মানের কাজ অব্যাহত রেখেছেন। এ ব্যাপারে সিটি মেয়র আহসান হাবিব কামাল বলেন, কোন প্রভাবে কাজ হবে না। সিটি করপোরেশনের নিয়ম অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বিষয়টির খোঁজ খবর নেয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

(টিবি/এএস/জুন ০১, ২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test