E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় সংসদ উপ-নির্বাচন ॥ ময়মনসিংহ-৩ গৌরীপুরে ৬জনের মনোনয়নপত্র দাখিল

২০১৬ জুন ২১ ১১:১৯:২১
জাতীয় সংসদ উপ-নির্বাচন ॥ ময়মনসিংহ-৩ গৌরীপুরে ৬জনের মনোনয়নপত্র দাখিল

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :জাতীয় সংসদ উপ-নির্বাচন ১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে সোমবার (২০ জুন) শেষ দিনে উৎসবমুখর পরিবেশে ৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
ময়মনসিংহের রিটার্নিং কর্মকর্তা ও গৌরীপুরে রিটার্নিং কর্মকর্তা নিকট মনোনয়নপত্র দাখিল করেন

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নাজিম উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু ফাউেন্ডশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নাজনীন আলম, জাতীয় পাটি মনোনীত উপজেলা সভাপতি সামছুজ্জামান জামাল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পাটি (ন্যাপ) মনোনীত ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার, ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি (একাংশের) যুগ্ম আহ্বায়ক হাফেজ আজিজুল হক, ইসলামী ঐক্য জোটের মাওলানা আবু তাহের খান।
১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে নির্বাচনী এলাকা ময়মনসিংহ-৩ গৌরীপুর। পুরুষ ভোটার ১লক্ষ ১৩হাজার ৮৯২জন ও মহিলা ভোটার ১লক্ষ ১২হাজার ৩৪৩জন। মোট ভোটার সংখ্যা ২লক্ষ ২৬হাজার ২৩৫জন। ১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুরের এমপি সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকিরের মৃত্যুতে আসনটি শূণ্য হয় ২ মে। ইসির তফসিল অনুযায়ী ২২জুন বাছাই, ২৯জুন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার, ৩০জুন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও ১৮ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।



( এসএম/বিএইচ২১জুন২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test