E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ মংলায় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পন করবে ৭ বনদস্যু

২০১৬ জুলাই ১৪ ২০:৪৪:৫১
আজ মংলায় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পন করবে ৭ বনদস্যু

শেখ আহ্সানুর করিম, বাগেরহাট :সরকারের কাছে সাধারণ ক্ষমা চেয়ে বনদস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আজ শুক্রবার সকালে আত্মসমর্পন করতে যাচ্ছে সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু ইলিয়াছ ও মজনু বাহিনীর ৭ সদস্য। সকালে সাড়ে ১০টায় মংলা বন্দরের বিএফডিসি জেটিতে বনদস্যু প্রধান ইলিয়াছ ও মজনু বাহিনীর ৭ সহযোগীসহ ৭টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও ২শ রাউন্ড গুলি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পন করবেন বলে জানিয়েছেন র‌্যাব-০৮ এর অধিনায়ক লে: কর্ণেল ফরিদুল আলম।

এই আত্মসমর্পন অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছে র‌্যাব। এর আগে মংলায় গত ৩১ মে ৫২টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও ৫ হাজার রাউন্ড গুলি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দিয়ে আনুষ্ঠানিক ভাবে আত্মসমর্পন করে সুন্দরবনে বনদস্যু মাস্টার বাহিনীর প্রধান মাস্টারসহ ১০ বনদস্যু।

র‌্যাব-০৮ এর অধিনায়ক লে: কর্ণেল ফরিদুল আলম জানান, সুন্দরবনের বনদস্যু ইলিয়াছ ও মজনু বাহিনী বনদস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার জন্য ইতিমধ্যে তারা তাদের অস্ত্র-গোলাবারুদ র‌্যাবের কাছে জমা দিয়ে র‌্যাবের হেফাজতে রয়েছেন। দূযোগপূর্ন আবহওয়া না থাকলে আজ সকালে মংলা বন্দর কর্তৃপক্ষের বিএফডিসি জেটিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র‌্যাবের মহাপরিচালক বেনজির আজম্মেদের উপস্থিতিতে বনদস্যু ইলিয়াছ ও মজনু বাহিনীর ৭ সদস্য ১৭টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও ২শ রাউন্ড গুলি জমা দিয়ে আত্মসমর্পন করবে।

এর আগে গত ৩১ মে সুন্দরবনের বনদস্যু মাস্টার বাহিনীর প্রধান মাস্টারসহ ১০ বনদস্যু প্রায় অর্ধশতাধিক আগ্নেয়াস্ত্র ও ৫ হাজার রাউন্ড গুলি স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দিয়ে আত্মসমর্পন করেন। এরই ধারাবাহিকতায় আজ ইলিয়াছ ও মজনু বাহিনীর ৭ সদস্যের আত্মসমপর্নের কথা রয়েছে। তিনি আরো জানান, বর্তমানে ইলিয়াছ ও মজনুসহ ৭ দস্যু সুন্দরবনে র‌্যাবের হেফাজতে রয়েছেন। বৈরী আবহওয়ার কারনে হেলিকপ্টারে চড়ে স্বরাষ্ট্রমন্ত্রী মংলায় না আসতে পারলে বনদস্যুদের আত্মসমর্পন পিছিয়েও যেতে পারে।

পশ্চিম সুন্দরবন বিভাগে বর্তমানে সব থেকে বড় বনদস্যু দল হিসেবে মজনু বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত জেলে ও বনজীবীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিলো। অন্যদিকে গোটা সুন্দরবনের দন্ডমুন্ডের কর্তা বনদস্যু রাজু বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় টিকতে না পেরে বাহিনী প্রধান ভারতে আশ্রয় নিলে ওই বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ইলিয়াজ নিজ নামে বাহিনী গোড়ে তোলে। ওই বাহিনীর সদস্যরা সুন্দরবন ও বঙ্গোপসাগর উপকূলে বনদস্যুতা চালিয়ে আসছিলো। এক পর্যায়ে ইলিয়াজও বন্দুকযুদ্ধে প্রান হারাবার ভয়ে পালিয়ে গেলে তার বাহিনী অনেকটা দূর্বল হয়ে পড়ে।

গত ৩১ মে সুন্দরবনে বনদস্যু মাস্টার বাহিনীর প্রধান মাস্টারসহ ১০ বনদস্যু বিপুল পরিমান গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দিয়ে আত্মসমর্পন করার পর বনদস্যু মজনু বাহিনী ও ইলিয়াজ বাহিনীর সদস্যরা র‌্যার সদস্যদের সাথে যোগাযোগ করে। এই বনদস্যু বাহিনী দুটি আত্মসমর্পন করে প্রচলিত আইনে স্বাভাবিক জীবনে ফিরে আসার আগ্রহের কথা জানায় র‌্যাব কর্মকর্তাদের কাছে। এই অবস্থায় দুটি বনদস্যু সদস্যরা আজ শুক্রবার সকালে বাগেরহাটের মোংলার ফুয়েল জেটিতে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করতে যাচ্ছে।




(এসএকে/এস/জুলাই১৪,২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test