E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে তিন পা ওয়ালা বাছুর

২০১৬ জুলাই ২৪ ১৬:৫২:২৫
গৌরীপুরে তিন পা ওয়ালা বাছুর

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহের গৌরীপুরে তিন পা ওয়ালা একটি অদ্ভুত বাছুর জন্ম নিয়েছে। উপজেলা পালান্দর গ্রামের কৃষক কসুম উদ্দিনের একটি গাভী গত ১০ই জুলাই এই বাছুরটি প্রসব করে। বাছুরটি একনজর দেখতে প্রতিদিন কসুম উদ্দিনের বাড়িতে উৎসুক লোকজনের ভীড় বাড়ছে।

জানা গেছে, কসুম উদ্দিনের এই গাভীটি এর আগে আরো দুই বার বাচ্চা প্রসব করে। প্রথম বার একটি ষাঁড় বাছুর দ্বিতীয় বার বকনা বাছুর। কিন্তু তৃতীয় বার গাভীটি তিন পা ওয়ালা একটি বকনা বাছুর বাছুর প্রসব করে। বাছুরটির পেছনের দুটি ও সামেন বাম পা আছে। কিন্তু সামনের ডান পা নেই। এতে করে বাছুরটি স্বাভাবিক চলাফেরা করতে পারে না। ফলে বিপাকে পড়েছে কৃষক কসুম উদ্দিনের পরিবার। কারণ বাছুরটি বেশিক্ষণ দাড়িয়ে থাকতে পারে না। গাভীর দুধ খেতে খেতে দাড়ানো থেকে প্রায়ই বাছুরটি মাটিতে পড়ে যায়। একটু-আধটু দৌড়ানোর চেষ্টা করলেও সেটাও বৃথা। প্রতিদিনই সন্ধ্যায় বাছুরটিকে কোলে করে গোয়াল ঘরে নিতে হয় এবং সকাল বেলা কোলে করে বের করতে হয়। এদিকে তিন পা ওয়ালা বাছুরটিকে একনজর দেখার জন্য দূর-দূরান্ত থেকে মানুষ ভীড় করছে কসুম উদ্দিনের বাড়িতে। অনেক লোকজন বাছুরটির ছবি ও ভিডিও সংগ্রহ করে নিয়ে যাচ্ছে।

কসুম উদ্দিন বলেন, কৃত্রিম প্রজননেন মাধ্যমে এই গাভীটি পরপর দুইবার সুস্থ্য বাচ্চা প্রসব করেছে। কিন্তুু তৃতীয় বার গাভীটি যখন গরম হয়। তখন এই গাভীর গর্ভে জন্ম নেওয়া (প্রথম বাচ্চা) ষাঁড়ের সাথে প্রজনন করাই। এবং গর্ভধারণে প্রায় ১০ মাস পর গাভীটি তিন পা ওয়ালা একটি বাছুর প্রসব করে। তবে স্থানীয় কয়েকজন প্রবীণ ব্যাক্তি জানান, মা ও ছেলের প্রজননের কারণে বাছুরটি তিন পা বিশিষ্ঠ খর্বাকৃতির হয়েছে। এটি আসলে একটি প্রকৃতি বিরুদ্ধ কাজ।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবু সাঈদ বলেন, অদ্ভুত আকৃতির বাছুর প্রসবের বিভিন্ন বৈজ্ঞানিক কারণ রয়েছে। তবে এই তিন পা ওয়ালা বাছুরটি আন্তঃপ্রজননের কারনেই হয়েছে। তিনি আরো বলেন, আমরা গবাদি-পশুর মালিকদের আন্তঃপ্রজনন করাতে নিষেধ করে থাকি। কারণ এর ফলে জীবের বংশবিস্তার বাধাগ্রস্থ হয়।






(এসআইএম/এস/জুলাই ২৪,২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test