E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্বের সর্ববৃহত দুর্গাপূজা মন্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি 

২০১৬ সেপ্টেম্বর ২৪ ১৭:৫০:৪৩
বিশ্বের সর্ববৃহত দুর্গাপূজা মন্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি 

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে সনাতন হিন্দু ধর্মাবলম্বী সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবে এবার বিশ্বের সবচেয়ে বেশি প্রতিমা নিয়ে তৈরি হচ্ছে ব্যক্তি উদ্যোগে বাগেরহাটের সিকদার বাড়ি সর্ববৃহত্তম পূজা মন্ডপ।

এই মন্ডপে ৬০১টি প্রতিমার শৈল্পিক রূপ দেয়ার জন্য ব্যস্ত সময় পার করছেন কারু ও প্রতিমা শিল্পীরা। আয়োজন সফল করতে পাঁচ মাস ধরে মহা ধূমধামে চলেছে প্রতিমা গড়ার কাজ, এখন চলছে শেষ তুলির আঁচড়। দুর্গা পূজার অবিচ্ছেদ্য প্রতিমাগুলোর সাথে বাড়তি এসব প্রতিমা স্থাপন করে ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন পৌরানিক কাহিনী ও দেব-দেবীদের প্রতিরূপ, থাকছে আলোকসজ্জা।

আয়োজকরা বলছেন, শুধু বাগেরহাটই না, প্রতিমার সংখ্যা ও আড়ম্বতার দিক থেকে এবছর এটাই হবে বিশ্বের সব থেকে বড় দুর্গাপূজার মন্ডপ। বাগেরহাটের সিকদার বাড়ি সর্ববৃহত্তম পূজা মন্ডপের নেতৃবৃন্দ আশা করছেন, তাদের মন্ডপে ভক্ত দর্শনার্থীদের ভীড় থাকবে নজরকাড়া। জেলার বিভিন্ন স্থান, অন্য জেলা এমনকি পশ্চিম বাংলা থেকেও দর্শনার্থীরা আসবেন তাদের মন্ডপ দর্শন ও পূজা দিতে।

এবার বাগেরহাটের সিকদার বাড়ি সর্ববৃহত্তম পুজা মন্ডপের সব থেকে বড় আকর্ষন হলো কৈলাশ পর্বতের কাহিনীর কিছু বিষয় তুলে ধরা হচ্ছে পুকুরের মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের স্নাতকোত্তর দিব্যতনু দাসের নেতৃত্বে ১০ জন আটিষ্ট পুকুরের মাঝখানে ৪০ ফুট উচু টাওযারে প্রতিমাটি কৈলাশ পর্বতের অংশ বিশেষ স্থাপন করছেন। যেখানে সবার উপরে থাকবে মহাদেব। এরপর রাম লক্ষন, শীতা ও হনুমান। মহাদেব ও রামের হাত আর্শিবাদ করা অবস্থায় থাকবে। যা দেখে মুগ্ধ হবে হিন্দু ধর্মাবলম্বী ও দর্শনার্থীরা বলে জানিয়েছেন আর্টিষ্ট আমিনুল ইসলাম আশিক।

শিকদারবাড়ি দুর্গাপুজা উদযাপন কমিটির সভাপতি দুলাল শিকদার বলেন, ‘ব্যক্তিগত উদ্যোগে শুরু থেকেই এলাকার মানুষের উৎসাহ এবং সহযোগিতা পেয়ে আসছি। তাদের পরামর্শ ও উপদেশ আমার অনেক কাজে লাগছে।

২০১০ সালে ৩০১টি প্রতিমা নিয়ে এই মন্দিরে দুর্গাপুজা শুরু হয়। গত বছর ছিলো ৪৫১টি প্রতিমা। এ বছর আমরা ৬০১টি প্রতিমা নিয়ে উপমহাদেশের সব থেকে বড় দুর্গাপুজা আয়োজন করেছি। আশা করি এখানে আসলে দর্শনার্থীদের মন ভরে যাবে। দেড় বিঘা জমির প্রাচীর ঘেরা এই মন্ডপে ভবিষ্যতে ৪৫ ফুট উচ্চতা সম্পন্ন সার্বজনীন মন্দিরে রুপান্তরের পরিকল্পনা রয়েছে। আশা করছি অল্প সময়ের মধ্যে মন্দির বাস্তবায়নের কাজ শুরু করতে পারবো।’

শিকদারবাড়ি পুজা মন্ডপে চৌদ্দজন সহকারী নিয়ে পাঁচ মাস ধরে প্রতিমা তৈরী করেছেন খুলনার কয়রা উপজেলার হাতিয়ার ডাঙ্গা গ্রামের কারিগর বাবু বিজয় কৃষ্ণ বাছাড় বলেন,‘গত বৈশাখ মাস থেকে ১৪ জন শ্রমিক নিয়ে একটানা ৬০১টি প্রতিমা নির্মান কাজ শেষ হয়েছে। আর মাত্র কয়েকদিন পরেই শারদীয় দুর্গোৎসব শুরু হবে। সেই বিষয়টি মাথায় রেখে দিন-রাত রং তুলির কাজে ব্যস্ত রয়েছি।

এছাড়া আমরা ধর্মাবলম্বীদের দৃষ্টি আকর্ষণের জন্য অন্যান্যে আনুসাঙ্গিক কাজগুলো চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন এবার উল্লেখ্যযোগ্য প্রতিমার মধ্যে রয়েছে, নারায়ন অন্ত শয্যায় আছে ক্ষিরত সাগরে, শ্রীকৃষ্ণ পাগলা হাতি বধ, বকাশুর, ক্রুক্ষেত্রে বিশ্বদেবের যুদ্ধ পরাজয়ের কাহিনী ও সমুদ্র মনথনসহ অনেক গুরুত্বপূর্ণ কাহিনী তুলে ধরা হয়েছে। প্রতিমা তৈরির কাজের ২৫ বছরের মধ্যে এবারই প্রথম একটি মন্ডপে এত প্রতিমাতৈরি করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন এই প্রতিমা শিল্পী।

আয়োজকদের অন্যতম ব্যবসায়ী লিটন সিকদার বলেন, ‘কয়েক বছর ধরে হিন্দু ধর্মাবলম্বীদের ও দর্শনার্থীদের মন জয় করতে প্রতিমার সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। গত বছর ৪৫১টি প্রতিমা নিয়ে শারদীয় দুর্গোৎসব পালন করা হয়। সেই সময়ের প্রতিশ্রুতি অনুযায়ী এবার ৬০১টি প্রতিমা নিয়ে এতবড় আয়োজন।

আমার জানা মতে দেশ নয় এটি প্রতিমার সংখ্যার দিয়ে পৃথিবীর সব থেকে বড় পূজা মন্ডপ।’ বিভিন্ন প্রতিমার পাশাপাশি মন্ডপের বিশেষ আকর্ষণ হয়ে উঠবে পুকুরের মাঝখানে ৪০ ফুট উচ্চতায় শিব দন্ডায়নরত ও নিচে থাকবে রাম প্রতিমাটি।

বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস জানান, জেলার নয়টি উপজেলায় এবছর মোট ৫৮৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজাকে সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছে।

বাগেরহাট জেলার পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, সবচেয়ে বড় পূজা মন্ডপ শিকদার বাড়িসহ জেলার ৫শ' ৮৩টি মণ্ডপে পূজা মণ্ডপে প্রতিমা তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রতিমা নির্মাণকে ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি জন প্রতিনিধিরাও সহায়তা করছে।

বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায় বলেন, ‘বাগেরহাটে জাকজমকপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। এ বছর জেলার বেশ কয়েকটি মন্দিরে শতাধিক প্রতিমার মন্ডপ তৈরি হয়েছে। এর মধ্যে সব থেকে বড় শিকদার বাড়ির পুজামন্ডপে থাকছে ৬০১টি প্রতিমা।

(একে/এএস/সেপ্টেম্বর ২৪, ২০১৬)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test