E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় গৃহবধূকে মারপিট করে ধর্ষণের চেষ্টা, লম্পট গ্রেফতার 

২০১৭ ফেব্রুয়ারি ০৩ ১৬:৫৯:৪১
নওগাঁয় গৃহবধূকে মারপিট করে ধর্ষণের চেষ্টা, লম্পট গ্রেফতার 

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে এক গৃহবধূকে সন্ত্রাসী কায়দায় মারপিটের পর ধর্ষণ চেষ্টার অভিযোগ শুক্রবার সকালে থানায় মামলা হয়েছে। পুলিশ লম্পট আনোয়ার হোসেন (৪৪) কে গ্রেফতার করেছে। আহত গৃহবধূ বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার দিনগত রাত ৯ টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামে কলাতা পাড়ার গৃহবধূ তার মোবাইল ফোনে চার্জ দিয়ে পার্শ্ববর্তী চাচা শশুর দুদুর বাড়ি থেকে তার ছেলে তৃতীয় শ্রেণীর ছাত্র মুন্নাকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় মাহিমার বাড়ির অদুরে কলাবাগানের ভিতর পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা পার্শ্ববর্তী মথুরাপুর গ্রামের আনোয়ার হোসেন (৪৫) লাঠি নিয়ে গৃহবধূর ওপরে অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ছিলাফুলা যখম করে। এক পর্যায় তাকে টেনে হেঁচড়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় গৃহবধূ ও তার ছেলের চিৎকারে প্রতিবেশী সাইদুল, পাপিয়া, শিখা, রেখাসহ লোকজন ছুটে এসে গৃহবধূকে উদ্ধার করে। লোকজন আসতে দেখে লম্পট আনোয়ার পালিয়ে যায়। ওই রাতেই আহত মাহিমাকে স্থানীয় ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা শেষে পর দিন বুধবার বদলগাছী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসতাপালে আহত গৃহবধূ ও তার ছেলে মুন্না জানান, লম্পট আনোয়ার দীর্ঘদিন থেকে মাহিমার ভাসুর গোফফারের ছেলে গোলাপের বাড়িতে নিয়মিত রাতবিরাতে অবাধে যাতায়াত করে এবং তার ভাসুরপুত্র গোলাপের স্ত্রীর সঙ্গে গোপন সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি গৃহবধূ কয়েক দিন দেখেছে এবং সর্বশেষ ঘটনার আগের দিন সোমবার এ বিষয়ে গৃহবধূ আনোয়ারকে ওই বাড়িতে অবাধে যাতায়াতে নিষেধ করে। এ নিয়ে আনোয়ার তাকে শাসন গর্জন করে এবং দেখে নেয়ার হুমকি প্রদর্শন করে। ঠিক তার পরের দিন মঙ্গলবার সুযোগ বুঝে আনোয়ার তার ওপর অতর্কিত হামলা করে মারপিট করে এবং ধর্ষণের চেষ্টা চালায়।

শুক্রবার এ ব্যাপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত গৃহবধূ বাদী হয়ে থানায় মামরা করেছেন। লম্পট আনোয়ারকে গ্রেফতার করা হয়েছে।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test