E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আবু-সাইদের মুক্তিযোদ্ধা বিষয়ক কার্যক্রমের উপর স্থগিতাদেশ

২০১৭ এপ্রিল ২৫ ১২:৫৮:২০
আবু-সাইদের মুক্তিযোদ্ধা বিষয়ক কার্যক্রমের উপর স্থগিতাদেশ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ঢাকা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আবু-সাইদের মুক্তিযোদ্ধা বিষয়ক সকল কার্যক্রমের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোটের হাই কোট ডিভিশন বেঞ্চ। 

গত ২৪ এপ্রিল সোববার সুপ্রিম কোটের হাই কোট ডিভিশন বেঞ্চের বিজ্ঞ বিচারপতি এম মোয়াজ্জেম হোসাইন ও বিজ্ঞ বিচারপতি আমির হোসাইন ধামরাই রাজাপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আব্দুল করিম খানের স্ত্রী শাহানাজ বেগমের দায়ের করা মামলায় এ রায় প্রদান করেন।

মৃত মুক্তিযোদ্ধার স্ত্রী শাহানাজ বেগম অভিযোগ করেন যে, তার স্বামীর মৃত মুক্তিযোদ্ধা আব্দুল করিম খানের নাম টেম্পারিং করে আবু সাইদ মুক্তিযোদ্ধা হয়ে ভ্রাতাসহ সব কিছু পাচ্ছে আর প্রকৃত মুক্তিযোদ্ধার পরিবার সব কিছু থেকে বঞ্চিত হয়েছে।

ঢাকা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আবু-সাইদ মুক্তিযোদ্ধা বনে গিয়ে সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করছেন। এমনকি আবু সাইদ গত নির্বাচনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডারও নির্বাচিত হয়েছেন।

এর প্রেক্ষিতে ধামরাই রাজাপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আব্দুল করিম খানের স্ত্রী শাহানাজ বেগম বাদী হয়ে এ মমলা দায়ের করার পর আজ মঙ্গলবার সুপ্রিম কোটের হাই কোট ডিভিশন বেঞ্চের এর বিজ্ঞ বিচারপতি এম মোয়াজ্জেম হোসাইন ও বিজ্ঞ বিচারপতি আমির হোসাইন মুক্তিযোদ্ধা আবু সাইদের মুক্তিযোদ্ধা বিষয়ক সকল কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেন।

ধামরাই গাংগুটিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার আবুুবকর সিদ্দীক বলেন ভুয়া মুক্তিযোদ্ধা আবু সাইদের সকল সুবিধা যা গ্রহণ করেছেন তার প্রত্যাহার ও শাস্তি দাবি করেন।

ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সাখাওয়াত হোসেন সাকু বলেন স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ভারত থেকে ট্রেনিং নিয়ে বাংলাদেশে এসে মুক্তিযুদ্ধ করেছে। কখনোই আবু-সাইদকে মুক্তিযোদ্ধা হিসেবে দেখননি।

তিনি বলেন, বিভিন্ন সময়ে সাইদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও অজ্ঞাত কারনে প্রতিবাদ কার্যকর না হওয়ায় নিরুপায় হয়ে প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল করিমের স্ত্রী মামলা করে প্রাথমিক জয় পেলো। আমরা চাই ভুয়া মুক্তিযোদ্ধা যেন প্রকৃত মুক্তিযোদ্ধাদের পরাস্ত করতে না পারে।

এ ব্যাপারে ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার আব্দুর রহমান বলেছেন, আমরা প্রকৃত মুক্তিযোদ্ধার পাশে। আবু সাইদ আব্দুল করিমের নাম সবুজ ভাতা থেকে টেম্পারিং কৌশলে তার নাম বসিয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার হয়েছেন। সরকারের সকল সুযোগ পাচ্ছে ভুয়া হয়ে, এটা কিভাবে সম্ভব হলো আমরা তারও তদন্ত সাপেক্ষে প্রযোজনীয় পদক্ষেপের দাবি করছি। তিনি বিজ্ঞ আদালতের এই স্থগিতাদেশের জন্য সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, প্রকৃত ও মৃত এই মুক্তিযোদ্ধার স্ত্রী ও তার পরিবার সকল প্রাপ্য ফিরে পাবে এ আশাও ব্যক্ত করেন।

(ডিসিপি/এসপি/এপ্রিল ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test