E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

২০১৭ জুলাই ১৯ ১৩:৩১:০৮
গাজীপুরে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

গাজীপুর প্রতিনিধি :গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকার ব্যবসায়ী মহিউদ্দিন (১৫) হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় ঘোষণা করেন।

রায়ে মৃত্যুদণ্ড ছাড়াও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অপর আরও একটি ধারায় প্রত্যেককে তিন বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ব্রাহ্মণগাঁও এলাকার আ. কাদিরের ছেলে শামীম, বাচ্চু মোল্লার ছেলে নূরুল ইসলাম, মজনু সরকার ওরফে মজলু সরকারের ছেলে সাদ্দাম হোসেন, আব্দুস ছালাম ওরফে ছালামের ছেলে শফিকুল ও ছমির উদ্দিনের ছেলে বাবু। রায় ঘোষণার সময় সাদ্দাম হোসেন ও বাবু উপস্থিত থাকলেও অপর তিন আসামি পলাতক রয়েছে।

গাজীপুর জজ আদালতের এপিপি মো. মকবুল হোসেন ভূইয়া জানান, ২০০৮ সালের ১৬ অক্টোবর ব্রাহ্মণগাঁও এলাকার ফজলুর রহমানের ছেলে মহিউদ্দিন তার মোবাইলে কল পেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরের দিন স্থানীয় ময়েজ উদ্দিনের বাড়ির পাশের বিলে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ওই ঘটনায় নিহতের পিতা ফজলুর রহমান বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আসামিদের অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১০ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আজ (১৯ জুলাই, বুধবার) আদালত এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি মকবুল হোসেন কাজল, আতাউর রহমান খান, আব্দুল করিম (ঠান্ডু) এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. হানিফ শেখ ও বেগম জেবুন্নেছা মিনা।

(ওএস/এসপি/জুলাই ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test