E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে প্রাইভেটকারসহ চার ছিনতাইকারী আটক

২০১৮ জানুয়ারি ১৭ ১৪:৩৬:৪০
ঈশ্বরদীতে প্রাইভেটকারসহ চার ছিনতাইকারী আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পুলিশের কৌশলে ঈশ্বরদীতে প্রাইভেটকারসহ কুখ্যাত ৪ ছিনতাইকারী ছিনতাইকৃত টাকা ও অস্ত্রসহ গ্রেফতার হয়েছে। এসময় একজন পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

আটককৃত ছিনতাইকারীরা হলো গোলাম কিবরিয়া ইমন (৩৫) পিতা- গোলাম রব্বানী টেগার, মারুফ আহম্মেদ সাব্বির (২৫) পিতা- কামাল আহম্মেদ মজনু, হাসানুল ইসলাম (৩৫) পিতা-আসাদুল ইসলাম রতন এবং ফয়সাল হোসেন (১৯) পিতা- আশরাফুল ইসলাম বাটু।

পালিয়া যাওয়া ছিনতাইকারীর নাম জীবন (৩০) পিতা আব্দুল কুদ্দস বলে থানা সূত্রে জানা গেছে। ছিনতাইকরীরা সকলেই পাবনা সদর থানার বাসিন্দা। এরমধ্যে গোলাম কিবরিয়া ইমন পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতিগোলাম রব্বানী টেগার পুত্র বলে পুলিশ জানিয়েছে।

ছিনতাই মামলার বাদী ফতেহমোহাম্মদপুর এলাকার আকুল প্রামানিক জানান, তিনি ও তার পার্টনার হানিফ দাশুড়িয়ায় মাছ বিক্রি করে আসার সময় সন্ধ্যার দিকে অরোণকোলা সিমেন্ট ফ্যাক্টরীর কাছে নির্জন স্থানে প্রাইভেটকার নিয়ে ছিনতাইকারীরা প্রশাসনের লোক পরিচয় দিয়ে তাদের অটোবাইক থামায়।

ছিনতাইকারীরা এসময় বলে, আমরা কাল এখান থেকে ইয়াবা উদ্ধার করেছি এবং আপনাদের কাছেও ইয়াবা আছে বলে তথ্য পেয়েছি। কথা বলে তারা তল্লাশী করতে শুরু করে। তাদের কাছে মাছ বিক্রির ৬৫ হাজার টাকা দেখে ছিনতাকারীরা টাকার মধ্যে ইয়াবা আছে বলে টাকাগুলো নিয়ে নেয়। টাকা নেয়ার পর তারা একটি ড্যাগার বের করে চেঁচামেচি করলে জানে মেরে ফেলব বলে টাকা নিয়ে প্রাইভেটকারে চেপে পালিয়ে যায। ছিনতাইকারীরা তাড়াহুড়ো করে চলে যাওয়ার সময় তাদের একটি দামি মোবাইল পড়ে যায়। এই অবস্থায় আকুল প্রাং ওই মোবাইল নিয়ে থানায় এসে অভিযোগ করেন।

অকুল প্রাং আরো জানান, এসময় মোবাইলে অনেক রিং আসলেও তারা ধরেননি। পুলিশ রিং ধরে এবং কৌশল করে বলেন, ফোন পেয়েছি- মিষ্টি খাওয়ার টাকা দিয়ে শহরের রেলগেট হতে ফোন নিয়ে যান। থানার এসআই শাহীন এই অবস্থায় রেলগেটে একদল সাদা পোশাকের পুলিশ নিয়ে অপেক্ষা করতে থাকে। ছিনতাইকারীরা কারযোগে ফোন নিতে আসলে পুলিশ ৪ জনকে আটক করলেও জীবন পালিয়ে যায়।এসময় উপস্থিত জনতা ছিনতাইকারীদের গণপিটুনি দেয়।

থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, রাতে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা শতাধিক ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। ছিনতাইয়ের সময় তারা প্রাইভেটকার বা মোটর সাইকেল ব্যবহার করে বলেও তারা জানিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক জানান, আটককৃত এই কুখ্যাত ছিনতাইকারীদের বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ দ্রুত বিচার আইনে একাধিক মামলা রয়েছে।

(এসকেকে/এসপি/জানুয়ারি ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test