E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রযুক্তিজ্ঞান সম্পন্ন জাতি হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে বাংলাদেশ : ভূমিমন্ত্রী

২০১৮ জানুয়ারি ২৬ ২১:৫৪:১৮
প্রযুক্তিজ্ঞান সম্পন্ন জাতি হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে বাংলাদেশ : ভূমিমন্ত্রী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, বাংলাদেশ অতি দ্রুততার সাথে প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জাতিতে পরিণত হতে চলেছে। দেশের মানুষকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার জন্য ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে জননেত্রী শেখ হাসিনার সরকার।

তিনি বলেন, নারী ছাত্রীদের কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় দক্ষ করতে দেশে বিদেশে তাদের কারিগরি প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ক্রবর্ধমান মানবসম্পদকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থাকে অধিকতর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আজ শুক্রবার ঈশ্বরদী সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজ মাঠে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শরীফ এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, সরকার তথ্য প্রযুক্তি ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেছে। পড়াশুনার পাশাপাশি ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে হবে।

তিনি বলেন, খেলাধুলায় জাতীয় পর্যায়ে অংশ নেয়ার সুযোগ করে দিচ্ছে সরকার। প্রতিটি ছাত্রছাত্রীকে দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবকদের শিশুকাল থেকেই তাদের মনে গণতন্ত্রের চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়ে জ্ঞান দান করতে হবে।

মন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের মনে নেতৃত্বের গুণাবলী বিকশিত না হলে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া যায় না। শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, মানুষ গড়ার কারিগর আপনারা। বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জ্ঞান দিতে হবে।

ঈশ্বরদীউপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যেঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপারঈশ্বরদী সার্কেল জহুরুল হক, ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার,ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খাতুন ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ আয়নুল ইসলাম উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/জানুয়ারি ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test