E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধুর ছবি সম্বলিত তোরণ ভাঙার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ 

২০১৮ মার্চ ২৯ ১৭:১৯:৪৩
বঙ্গবন্ধুর ছবি সম্বলিত তোরণ ভাঙার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে জাতির জনক বঙ্গবন্ধু ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত নির্মিত তোরণ ভাঙার বিচার দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মুক্তিযোদ্ধারা প্রতিবাদ সভা ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছেন। 

বীর মুক্তিযোদ্ধা সাবেক অতিরিক্ত আইজিপি বর্তমান আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা আব্দুর রহিম আ’লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী। তিনি উপজেলা বাসীকে শুভেচ্ছা জানিয়ে উপজেলা আ’লীগ কার্যালয়ের সম্মুখে মহসড়কের উপর বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত একটি তোরণ নির্মাণ করেন।

গত ২৬ মার্চ দিবাগত রাতে কে বা কারা তোরণটি ভেঙে পার্শ্ববর্তী পৌরসভার ময়লার স্তুপে ফেলে দেয়। পরদিন বিষয়টি মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের নজরে আসলে বিষয়টি মুক্তিযোদ্ধারা পুলিশ প্রশাসনকে অবহিত করেন।

অবহিত করার তিনদিন পরও কোন ব্যবস্থা গ্রহণ না করায় আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও পৌর মেয়র আব্দুস ছাত্তারের সভাপতিত্বে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় ।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার তোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, লিয়াকত হোসেন, আব্দুল হাই, মোফিদুল ইসলাম নোমান চৌধুরী, শামছ উদ্দিন, রঞ্জন ঘোষ রানা, আব্দুল মোবিন, ছবির উদ্দিন বালাই প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনা সাথে জড়িতদের গ্রেফতার করা না হলে মহসড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি গ্রহন করা হবে।

(এনআইএম/এসপি/মার্চ ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test