E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে ফায়ার সার্ভিসের মহড়া 

২০১৮ নভেম্বর ৩০ ১৭:১৪:০৬
গোবিন্দগঞ্জে ফায়ার সার্ভিসের মহড়া 

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে শুক্রবার সকালে উপজেলার বালুয়ার প্রত্যন্ত গ্রামে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে কীভাবে জীবন এবং সম্পদ রক্ষা করা যায় এ বিষয়ের উপর গ্রামবাসীদের সচেতন করতে মহড়া অনুষ্ঠিত হয়। দুইদিন ব্যাপি মহড়ার অংশ হিসেবে এ মহড়ার আয়োজন করা হয়।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে অনুষ্ঠিত মহড়ায় অংশগ্রহণ করেন বালুয়া গ্রামের শতাধিক নারী পুরুষ ও শিশু। এ মহড়া চলাকালে আকষ্মিক গ্যাস সিলিন্ডার ও অন্যান্য অগ্নিকান্ডে কিভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায় তা গ্রামবাসীদের হাতে কলমে শেখানো হয়।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নির্দেশে আমরা এ আয়োজন করেছি। জনগণকে অগ্নিকান্ড ও ভূমিকম্প সহ সকল প্রকার প্রাকৃতিক দুর্য়োগে কীভাবে মাথা ঠান্ডা রেখে জীবন ও সম্পদ রক্ষা করা যায় তার কৌশল শেখাতে চেষ্টা করেছি।

(এসআরডি/এসপি/নভেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test