E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় পেঁয়াজের কেজি ২২০ টাকা!

২০১৯ নভেম্বর ২৪ ১৭:৪২:০৫
নওগাঁয় পেঁয়াজের কেজি ২২০ টাকা!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় স্থানীয় প্রশাসনের বেধে দেয়া মূল্যে পেঁয়াজ বিক্রি হচ্ছেনা। প্রশাসন ৬০ টাকা কেজির বেশী দামে পেঁয়াজ বিক্রি করলে আইনগত ব্যবস্থা গ্রহণের হুমকি দিলেও নওগাঁ খুচরা বাজারে রবিবার পেঁয়াজ বিক্রি হয়েছে ২২০ টাকা কেজি দরে। 

পার্শ্ববর্তী পাইকারী বাজারে এদিন পেঁয়াজ বিক্রি হয়েছে ১৮০ টাকা থেকে ১৯০ টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন, মোকামে পেঁয়াজের সঙ্কট না থাকলেও তাদের বেশী দামে কিনতে হচ্ছে। তাই তারা কম দামে বেচতে পারচে না।

অপরদিকে ক্রেতারা বলছেন, পাইকারী এবং খুচরা ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিচ্ছে। দেশে প্রচুর পেঁয়াজ আমদানীর পরেও দাম বাড়ানোর কোন যুক্তি নেই।

শনিবারের বাজারেও নওগাঁ বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে, ১৮০ টাকা থেকে ২০০ টাকা কেজি দরে। একদিনের মধ্যেই পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। এদিন নওগাঁ বাজারে রসুন ১৭০টাকা থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ক্রেতা সাধারণ এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে।

(বিএম/এসপি/নভেম্বর ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test