E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় বিজয় দিবস পালিত

২০২০ ডিসেম্বর ১৬ ১৫:৩৬:১৭
আগৈলঝাড়ায় বিজয় দিবস পালিত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : মুজিব বর্ষে বরিশালের আগৈলঝাড়ায় মুক্তিযুদ্ধের চেতনায় উগ্র ধর্মীয় মৌলবাদ ও জঙ্গি মুক্ত অ-সাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে বুধবার সকালে আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় এবং মুজিব বর্ষের পতাকা উত্তোলন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ের সভাপতিত্বে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, মহিলা আওয়ামী লীগ আহ্বায়ক মলিনা রানী রায়, আওয়ামীলগি সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, আ’লীগ নেতা বজলুর রহমান হাওলাদার, কৃষকলীগ সাধারণ সম্পাদক রমনী কান্ত সরকার, শ্রমিকলীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, স্বেচ্চাসেবক লীগ সভাপতি ফিরোজ সিকদার, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক।

এদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, রাষ্ট্রিয় সালাম গ্রহন, শহীদ মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, চিত্রাংকন প্রতিযোগী বিজয়ীদের পুরস্কার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পরে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে নির্বাহী অফিসার মো. আবুল হাশেমের সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো গোলাম ছরোয়ার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, মুক্তিযোদ্ধা অধ্যাপক (অবঃ) লিয়াকত আলী হাওলাদার, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, সমাজসেবা অফিসার সুশান্ত বালা। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তাগন, ইউপি চেয়ারম্যানসহ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে একাত্মতা ঘোষণা করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ স্বাধীনতার পক্ষের সর্বস্তরের জনতা।

(টিবি/এসপি/ডিসেম্বর ১৬, ২০২০)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test