E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রূপপুর প্রকল্পে চাকরি দেয়ার নামে প্রতারণা, রুশ ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আটক

২০২১ মে ২৬ ১২:৫৩:৪১
রূপপুর প্রকল্পে চাকরি দেয়ার নামে প্রতারণা, রুশ ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকুরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে রুশ ঠিকাদারী প্রতিষ্ঠানের এক কর্মকর্তা মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার হয়েছে। আটককৃত কর্মকর্তা সজিব খাঁন (৩০) এনারগোস্পেট মন্তাজ কোম্পানির মানবসম্পদ বিভাগের ম্যানেজার পদে চাকুরিরত ছিলেন। রাশিয়ায় থাকাকালীন জাতীয়তাবাদী ছাত্রদলের রাশিয়া শাখার নেতা ছিলেন বলে জানা গেছে। 

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম জানান, এই কর্মকর্তার প্রতারণার শিকার কয়েকজন চাকুরি প্রত্যাশী বেকার যুবক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তায় নিয়োজিত সেনা সদস্যদের কাছে তার বিরুদ্ধে অভিযোগ করেন। এই অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনীর অনুসন্ধানে সজিব খাঁন কর্তৃক সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগের সত্যতা ধরা পড়ায় সেনাসদস্যরা অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার এবং রূপপুর পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে।

ঈশ্বরদী পৌর এলাকার ফতে মোহাম্মদপুর এলাকার ধীরেন্দ্রনাথ কুমার সরকারের ছেলে ভূক্তভোগী সৌরভ কুমার সরকার মঙ্গলবার রাতে সজিব খাঁনের নামে থানায় একটি এজাহার দাখিল করেছে। সজিবের অভিযোগ সজীব টাকার বিনিময়ে তাকে সহ আরও কয়েকজনকে চাকরি দেন। কিন্তু যোগদানের কিছুদিন পর তাদের ছাঁটাই করা হয়। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানান।

জানা যায়, আটককৃত সজিব খাঁন নরসিংদী জেলার ভেলানগর মানিক মিয়া রোড এলাকার মৃত জুনায়েদ খাঁনের ছেলে বলে জানা গেছে। ঈশ্বরদীতে গ্রীণসিটির সামনে দিয়ারসাহাপুর এলাকায় জনৈক মিজানের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিল। রাশিয়ায় অবস্থান ও রুশ ভাষা জানার কারণে সজিব খাঁন এনারগোস্পেট মন্তাজ কোম্পানির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা হিসেবে সহজেই চাকুরি পেয়ে যায়। রাশিয়ায় অবস্থানের সময় সজিব খাঁন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বে দিতেন বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। রাশিযান ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তা পদে চাকুরির সুবাদে সে এলাকার বহু বেকার যুবককে চাকুরি দেয়ার নামে লাখ লাখ টাকা গ্রহন করে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান, বুধবার (২৬ মে) সজিবের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাকে পাবনা জেল হাজতে পাঠানো হবে।

(এসকেকে/এসপি/মে ২৬, ২০২১)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test