E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরব সরকারি কেবি পাইলট মডেল হাই স্কুল 

পরীক্ষায় কৃতকার্য হয়েও পরবর্তী ক্লাশে ভর্তি হতে পারছে না শিক্ষার্থীরা!

২০২১ ডিসেম্বর ০৯ ১৭:০৮:৩৭
পরীক্ষায় কৃতকার্য হয়েও পরবর্তী ক্লাশে ভর্তি হতে পারছে না শিক্ষার্থীরা!

মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরবে সরকারি কেবি পাইলট মডেল হাই স্কুলের অষ্টম শ্রেণি থেকে উত্তীর্ণ ৪৫৫ শিক্ষার্থীদের মধ্যে সরকারি নিয়মে ভর্তি করা হবে ১৮০ জন। এমন সিদ্ধান্তে কোমলমতি শিক্ষার্থীরা আন্দোলনে নেমে ভৈরব পৌর শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধনসহ বিক্ষোভ মিছিল করে। এ সময় মিছিল শেষে একটি লিখিত দাবী নিয়ে ভৈরব পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু বরাবরে জমা দেন। পরে আবার স্কুলের প্রধান শিক্ষকের নিকট গেলে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি।

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা প্রথম শ্রেণি থেকে অদ্যপর্যন্ত লেখাপড়া করে পাশ করে আসছি। কিন্তু অষ্টম শ্রেণিতে পাশ করার পর যখন নবম শ্রেণিতে উঠবো তখন স্কুল কর্তৃপক্ষ আমাদের জানিয়ে দিয়েছে আমাদের থেকে ১৮০ জন নবম শ্রেণিতে ভর্তি করা হবে। আমরা ৪৫৫ জন পাশ করেছি মাত্র ২ জন অকৃতকার্য হয়েছে। এখন ১৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হলে আমরা বাকী শিক্ষার্থীরা কোথায় যাব। আমরা কি ভানের জলে ভেসে যাব? আমাদের সাথে কি এটা অন্যায় হচ্ছে না?

এ সময় শিক্ষার্থীরা আরো বলেন, মানবিক, ব্যবসায়ীক ও বিজ্ঞান শাখায় ৬০ জন করে শিক্ষার্থী নেয়া হচ্ছে। কিন্তু এমন তো হতে পারে আমরা বিজ্ঞান শাখায় না পড়ে মানবিক শাখায় পড়বো কিন্তু ৬০ জন নিয়ম করে আমাদের উপর শাখা চাপিয়ে দেয়া হচ্ছে। এটা কি অন্যায় নয়? আমরা চাই ১৮০ জন নয়, আমাদের সবাইকে বিদ্যালয়ে পড়ার সুযোগ করে দেয়া হোক। আমরা এ বিষয়টি বিদ্যালয়ের কর্তৃপক্ষসহ সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি।

এ বিষয়ে পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু বলেন, বিষয়টি সত্যিই দুঃখজনক। সরকারি নিয়মে শিক্ষার্থী ভর্তি হলে কারো কিছু করার থাকে না। যেহেতু স্কুলটি সরকারি হয়েছে। সে জন্য তাদের নিয়ম মানতে হচ্ছে। তারপরও আমি স্কুল কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে কথা বলবো। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের তিনি কর্তৃপক্ষের সাথে আলোচনার আশ্বাস দিয়ে বিদায় করে দেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা ১৮০ জন শিক্ষার্থীদের ৬০ জন করে ৩ বিভাগে ভর্তি করবো। তবে ৪৫৫ জন শিক্ষার্থী পাশ করলেও আমরা মেধা তালিকায় ১৮০ জন শিক্ষার্থী স্কুলে ভর্তি করবো। আমরা সরকারি নির্দেশনার বাহিরে কোন কিছু করতে পারবো না।

(এম/এসপি/ডিসেম্বর ০৯, ২০২১)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test