E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় প্রকৌশলীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ১৫ ভরি সোনার গহনা লুট

২০২২ জানুয়ারি ২৪ ১৮:১০:২০
সাতক্ষীরায় প্রকৌশলীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ১৫ ভরি সোনার গহনা লুট

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : এক প্রবাসী প্রকৌশলীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে।  ডাকাত দলের সদস্যরা বাড়ির গ্রীল ভেঙে পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ ভরি সোনার গহনা, নগদ ৮০ হাজার টাকা ওএকটি ডিএসএলআর ক্যামেরা লুট করে নিয়ে গেছে। সোমবার ভোর সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা শহরতলীর লাবসা গ্রামের মা চম্পার দরগাপাড়ায়  প্রকৌশলী আব্দুর রশীদের বাাড়িতে এ ডাকাতি হয়। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ও র‌্যাবের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাড়ির মালিক প্রকৌশলী কাজী আব্দুর রাশীদ জানান, সোমবার ভোর সাড়ে তিনটার দিকে ৬ থেকে ৭ জনের একদল মুখে কাপড় বাঁধা ডাকাত বাড়ির জানালার গ্রীল ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে। এ সময় চার থেকে পাঁচজন বাইরে অপেক্ষা করছিল। প্রথমে তারা তার বৃদ্ধা মা রাহেলা বেগম কে রামদা দিয়ে আঘাত করে জখম করে। মার চিৎকারে দ্বিতীয় তলা থেকে তিনি নেমে এসে মায়ের রক্তাক্ত অবস্থা ও ডাকাত দলের সদস্যদের হাতে রাম দা দেকতে পান। তারা অস্ত্রের মুখে জিম্মি করে একে একে বাড়ির সবাইকে বেঁধে ফেলে মোবাইলগুলো নিয়ে নেয়। পরে আলমারীর চাবি নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে যায়। তিনি বলেন, ডাকাতদের বয়স ২০ থেকে ২৫ বসরের মধ্যে হবে। চলে যাওয়ার আগে তারা বলে যায় যে এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তাদের ছেলে মেয়েদের অপহরণ করা হবে।

প্রকৌশলী কাজী আব্দুর রাশীদের একমাত্র মেয়ে আমেরিকা প্রবাসী শাম্মা বিনতে রাশীদ (৩০) জানান, ২৫ দিন আগে তিনি আমেরিকা থেকে বাড়িতে ফিরেছেন। তার, তার মা ও চাচীর গায়ে যত গহনা ছিলো সবই ডাকাতরা কেড়ে নিয়ে গেছে। এছাড়া আলমারীতে যেসব গহনা ও টাকা ছিলো তাও নিয়ে গেছে। সমস্ত বাড়ি তছনছ করেছে দুর্বৃত্তরা। ডাকাতরা সবাই যুবক। ঘরের ভিতর ৬/৭ জন প্রবেশ করে। ঘরের বাইরে ছিল আরও ৪/৫ জন।

প্রকৌশলী কাজী আব্দুর রাশীদের স্ত্রী শাকিলা হোসেন (৫২) জানান, বাড়িতে তারা ৮জন ছিলেন। ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে সবার হাত বেঁধে ফেলে। রাম-দা, সাবলসহ দেশীয় অস্ত্র ছিলো তাদের হাতে। প্রায় ১৫ ভরি স্বর্ণাংকার, নগদ ৭০ থেকে ৮০ হাজার টাকা, একটি ডিএসএলআর ক্যামেরা লুট করে নিয়েগেছে। যাওয়ার সময় মোবাইল গুলো ঘরের ভিতর ফেলে রেখে গেছে তারা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ির মালিক প্রকৌশলী কাজী আব্দুর রাশীদ এ ব্যাপারে এজাহার দায়ের করেছেন। ঘটনা জানার পরপরি তিনিসহ পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত ডাকাতির ঘটনা। সোমবার ভোর রাত ৪ টার দিকে একটি সঙ্ঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতিথিশালার গ্রীল ভেঙে বাড়ির ভিতর প্রবেশ করে। পুলিশ ডাকাতির ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে।

(আরকে/এসপি/জানুয়ারি ২৪, ২০২২)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test