E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

২০২৩ জানুয়ারি ০৪ ১৮:৪০:৪০
রাজবাড়ীতে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : সারা দেশের ন্যায় রাজবাড়ীতে ও তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দৈনন্দিন কাজ ফেলে শীত নিবারোনের চেষ্টা করছে নিম্ন আয়ের মানুষ। আজ বুধবার সকাল থেকেই ঘনকুয়াশায় ঢাকা থাকছে গ্রামীণ ও শহরের জনপদ। দুপুর গড়ালেও দেখা মিলছে না সূর্যের। দিনের বেলা হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবহন। তীব্র শীতে খেটে খাওয়া ছিন্নমূল মানুষের সবচেয়ে দুর্ভোগ বেড়েছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবরানের নিরন্তর চেষ্টা অসহায় শীতার্তদের।

ঘন কুয়াশার পাশাপাশি তীব্র শীত ও সেই সাথে সূর্যের দেখা না মেলায় ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। শীতের হাত থেকে কিছুটা স্বস্তি পেতে বিভিন্ন স্থানে গ্রামীণ জনপদের সাধারণ মানুষ আগুন জ্বালিয়ে উত্তাপ নিচ্ছে। তীব্র শীত ও ঠাণ্ডা রোগে আক্রান্ত হয়ে রাজবাড়ীর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশুসহ বিভিন্ন বয়সী রোগীদের ভিড় বেড়েছে। শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উপস্থিতির হারও কমেছে। তবে বেড়েছে শীতের গরম পোশাক বিক্রি। ফুটপাথ বা পোশাকের দোকানে শীতের গরম পোশাক কিনতে ক্রেতারে ভিড় লক্ষ্য করা গেছে।

(একেএমজি/এসপি/জানুয়ারি ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test