E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদ উদ্বোধন 

২০২৩ জানুয়ারি ১৬ ১৯:০৫:০৭
গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদ উদ্বোধন 

একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : বর্তমান সরকার সারা দেশে প্রতিটি জেলা ও উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার নির্মাণের প্রকল্পের আওতায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারী) দ্বিতীয় পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন।

এর মধ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র অন্যতম।

গোয়ালন্দ উপজেলা পরিষদ সংলগ্ন নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান , জেলা পুলিশ সুপার এম এম শালিকুজ্জামান, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী , উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন , সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান,

এ মডেল মসজিদটিতে রয়েছে নামায ঘরের পাশাপাশি আরও আছে লাইব্রেরি, কনফারেন্স রুম, মক্তব, রেস্ট হাউস, ইসলামিক ফাউন্ডেশন অফিস, পার্কিং, ইসলামী শপ, লাশ ধোয়ার ঘর, পুরুষ ও মহিলা আলাদা নামাজ ঘর, অজুখানা ওয়াশ ব্লক সিড়ি, ইমাম-মুয়াজ্জিন থাকার কক্ষ, উন্মুক্ত বিশাল সাহান, ৯৫ ফুট মিনার, আধুনিক আলোকশয্যা, এসি, মার্বেলস টাইলসসহ উন্নত ফিটিংস, প্রাক ইসলামী শিক্ষা কেন্দ্র, ডাইনিং স্পেস, এমএস হলোবক্স ফেরোসিমেন্ট অর্নামেন্টাল নক্সা ইত্যাদি।

(একেএমজি/এসপি/জানুয়ারি ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test