E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১০

২০২৩ মে ০৩ ১৬:৫৯:০২
বরগুনায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১০

আসাদ সবুজ, বরগুনা : বরগুনায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য পনু মিয়া (৪৫) নামের একজন নিহত হয়েছে । এসময় তার স্ত্রীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর আগেও এই দুইগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিলো বলে জানিয়েছেন এলাকাবাসী।

মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া গ্রামের ঠান্ডারক্লাব এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, অধিপত্য বিস্তার করা নিয়ে সাবেক ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামীলীগ নেতা নিহত পনুর সাথে পার্শ্ববর্তী ঠান্ডা মিয়ার সাথে বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জেরে বছর ক্ষানেক আগে ঠান্ডা তার দলীয় লোকজন নিয়ে নিহত পনুকে কুপিয়ে গুরুতর হাড়কাটা জখম করেছিলো। সেই ঘটনায় আদালতে মামলা করে পনু, মামলাটি এখনো বিচারাধীন রয়েছে।

অতঃপর সেই পূর্ব শত্রুতার জের ধরেই গতকাল রাত সাড়ে ৮টার দিকে পাকুরগাছিয়া গ্রামের ঠান্ডার ক্লাব এলাকায় দলবল ও রামদা, ছেনা, দাও টেটাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে ঠান্ডা গ্রুপের প্রধান ঠান্ডা মিয়াসহ তার লোকজনের ওপর হামলা চালায় পনু ও তার দলীয় লোকজন। পনু গ্রুপের হামলায় ধারালো অস্ত্রের কোপে ঠান্ডা গ্রুপের প্রধান ঠান্ডা মিয়ার দুই হাত ও দুই পায়ে গুরুতর গুরুতর জখম হয়।

পরে ঠান্ডা গ্রুপের লোকজন একত্রিত হয়ে রামদা, ছেনা, টেটা, দাওসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে নিহত পনুর বসত ঘরে ঢুকে পনু বাহিনীর প্রধান সাবেক ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা পনুকে এলোপাতাড়ি কুপিয়ে হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এসময় নিহত পনুর স্ত্রী ছবি আক্তার স্বামীকে বাচাতে এগিয়ে আসলে তাকেও তাকেও মারধর করে ঠান্ডা বাহিনীর লোকজন।

খবর পেয়ে বরগুনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাবেক ইউপি সদস্য পনু, ঠান্ডাসহ আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক পনু মিয়াকে মৃত্যু ঘোষনা করে। অপরদিকে আহতদের মধ্যে ঠান্ডা মিয়াসহ আরো ৫জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নিহতের স্ত্রী ছবি আক্তার বলেন, ঠান্ডা বাহিনীর ২০ থেকে ২৫ জন লোক রামদা, টেঁটা নিয়ে আমার স্বামীকে কুপিয়ে মেরে ফেলেছে। আমি আমার স্বামীকে বাঁচাতে গেলে তারা আমার ওপরও হামলা চালায়। এছাড়া আমার ছেলে-মেয়েরও কোনো খোঁজ পাচ্ছি না।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, খবর পেয়ে পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠাই। হাসপাতাল কর্তৃপক্ষ সাবেক ইউপি সদস্য পনুকে মৃত্যু ঘোষনা করে। হাসপাতালের মর্গে নিহত পনুর ময়না তদন্ত শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে আমাদের অভিযান চলমান রয়েছে।

(এএস/এসপি/মে ০৩, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test