E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

২০২৩ মে ১৭ ১৮:০৪:৪২
ঝিনাইদহে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ শ্লোগানকে সামনে নিয়ে ঝিনাইদহে দুর্নীতি দমন কমিশনের গনশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে দুর্নীতি দমন কমিশনের অয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ গনশুনানি অনুষ্ঠিত হয়।

এতে দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান, মহা-পরিচালক মোঃ জাকির হোসেন, খুলনা বিভাগীয় পরিচালক মোঃ মনজুর মোর্শেদ ও জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, দুপ্রক ঝিনাইদহের সাধারণ সম্পাদক এন এম শাহজালাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী গণশুনানিতে সেবা গ্রহনকারি বিভিন্ন ব্যক্তি সরকারি, আধা সরকারি অফিসের অনিয়ম, ভোগান্তি ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। অভিযুক্ত অফিসের কর্মকর্তাগন আনিত অভিযোগের জবাব দেন। দুদকের কমিশনার দু’পক্ষের বক্তব্য শুনে নির্দিষ্ট সময়ের মধ্যে আনিত অভিযোগ সমাধান করতে নির্দেশ দেন।

অনুষ্ঠানে ১১৩ টি অভিযোগের মধ্যে ২৩টি অভিযোগের শুনানি হয়। এর মধ্যে ২১টি অভিযোগের সমস্যার সমাধান ও ২টি আমলে নিয়ে তদন্তের জন্য ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

(একে/এসপি/মে ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test