E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জমি কিনে বিপাকে কানাডা প্রবাসী মহিউদ্দিন

২০২৩ মে ১৮ ১৭:৫৭:১৮
জমি কিনে বিপাকে কানাডা প্রবাসী মহিউদ্দিন

শৈলকুপা প্রতিনিধি : নিজের কষ্টার্জিত টাকা দিয়ে জমি কিনেছিলেন কানাডা প্রবাসী মহিউদ্দীন। কিন্তু এই জমি কেনার পরেই বাঁধে যত বিপত্তি। শুরু হয় তাকে ঘিরে ষড়যন্ত্র। করা হচ্ছে হয়রানি। প্রবাসী মহিউদ্দীনের বাড়ী ঝিনাইদহের শৈলকুপা উপজেলায়। তার অভিযোগ, সাব-রেজিষ্ট্রি অফিসের নায়েব এসিল্যান্ড ও ইউএনও অফিসের অসাধু কর্মকর্তা সাথে স্থানীয় কিছু সন্ত্রাসী, চাঁদাবাজ পরিকল্পিতভাবে তাকে হয়রানি ও নানা ষড়যন্ত্র করছেন।

জানা যায়, শৈলকূপার কবিরপুর এলাকার নজরুল ইসলামের কাছ নতুন ব্রিজ সংলগ্ন ৪৩৫/৫০৬ আর.এস ৫০৫ নং খতিয়ানভুক্ত ১৪১৪ দাগের ৬০ শতকের মধ্যে ৪৭ শতক, মধ্যে ৩৫ শতক মধ্যে ২৯.৫ শতক জমি ১৪২৫/১৬ ,৫৯০ নং রেজিস্ট্রিকৃত খোশ কবলা দলিলের মাধ্যমে ২০১৯ সালের ২৯ জানুয়ারী ক্রয় করেন। সে অনুযায়ী ২৯.৫০ শতক জমি ১৩/ওঢ-১/২০১৮-১৯ নং নামজারী মামলায় নিজ নামে ৯৬৫ নং খতিয়ান খুলে সরকারী কর প্রদান করেছেন। জমির সীমানা ঠিক করে কলাগাছ লাগিয়েছেন ও বেড়া দিয়ে ঘিরে ভোগ-দখল করছেন। কিন্তু এসবের পরই শুরু হয় নানা সমস্যা।

কানাডা প্রবাসী মহিউদ্দীন জানান, কবিরপুরের স্থানীয় কিছু সন্ত্রাসী, চাঁদাবাজ যারা ভূমি অফিসের কর্মকর্তাদের দালাল হিসেবে কাজ করে এবং তহশিল অফিস, ভূমি অফিস ও ইউএনও অফিসের কিছু অসৎ কর্মকর্তা-কর্মচারী মিলে প্রায় ৩ বছর আগে তাঁর কাছে প্রথমে এক লক্ষ টাকা চাঁদা দাবী করে এবং বলতে থাকে চাঁদা না দিলে জমিতে সে কোন কাজ করতে দিবে না। এরপর এ বিষয়টি নিয়ে আলোচনা চলাকালীন সময়েই তারা এসিল্যান্ড, ইউএনও এবং তাদের অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের জন্য আরও পাঁচ লক্ষ টাকা দাবী করে। এভাবে সন্ত্রাসীরা বিভিন্ন সময়ে বিভিন্ন অংকের টাকা নিলেও তাদের দাবী আজও শেষ হয়নি। টাকা দিতে অস্বীকার করলেই এসিল্যান্ড বা ইউএনওকে নিয়ে এসে জমির বেড়া ভেঙে গুড়িয়ে দিয়ে যায়। তাছাড়া এসিল্যান্ড ও নায়েব অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারী টাকার জন্য প্রায়ই হুমকি দিতে থাকে।

তবে নায়েবের সাথে কথা বলে তার কথামত কাজ করলে তিনি একটা উপায় বের করে দিবেন। তখন আপনি ওখানে সব কাজই করতে পারবেন। অতপর নায়েব শফিকুল ইসলাম গত বছরের ১৭ এপ্রিল বিকালে অন্য একজনের আইডি ব্যবহার করে থানায় মামলা দায়েরের হুমকি দিয়ে মামলার আবেদনের একটি কপি পাঠিয়ে পুনরায় টাকা দাবি করে এবং দাবীকৃত সম্পূর্ণ টাকা না দিলে আমার নামে থানায় ফৌজদারী মামলা করে কানাডা যাওয়া বন্ধ করে দিবে বলে হুমকি দেয়। তখন নিরূপায় হয়ে আইনের দ্বারস্থ হই এবং উকিলের সাথে কথা বলে আদালতের দ্বারস্থ হই। এতে তারা ক্ষিপ্ত হয়ে তার মালিকানা জমিতেই আমাকে অবৈধ অনুপ্রবেশকারী দাবী করে আমার নামে থানায় একটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা দায়েরের আবেদন জমা দেয়।

পরে শৈলকুপা থানার ইন্সপেক্টর (তদন্ত) ঠাকুরদাস মণ্ডল সরেজমিনে তদন্ত করেন এবং জমির কাগজপত্র পরীক্ষা-নীরিক্ষা শেষে আমাকে নিশ্চিত করেন এ মামলার কোন গ্রাউন্ড নেই, কেননা তাদের আবেদনের স্বপক্ষে কোন কাগজপত্র তাদের নাই, তাই তাদের এ মামলা আমরা নিব না। তার কয়েকদিন পর জানতে পারি, ইউএনও, এসিল্যান্ড সরকারী চেয়ারে বসে তাদের ক্ষমতার অপব্যবহার করে, সহকারী ভূমি অফিসার শফিকুল ইসলামকে বাদী করে আমি এবং আমার বাড়ির ভাড়াটিয়া জনাব আব্দুস সাত্তারের নামে সরকারী জমিতে অবৈধ অনুপ্রবেশকারী অভিযোগ এনে একটি মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেন। এমতাবস্থায় আদালতকর্তৃক তার পক্ষে মামলার রায় দেয় এবং সরকারের উপর পারমানেন্ট ইনজাংকশন জারি হয়। কিন্তু এরপরেও ভূমি অফিস, নায়েব অফিস ও ইউএনও অফিসের লোকজন ও স্থানীয় সন্ত্রাসীরা মিলে আমার জমিতে থাকা গাছ, সিমেন্টের খুটি ও কাঁটাতারের বেড়া ভেঙে দিয়ে গেছে ও জমির ঘেরের কাটাতার নিয়ে গেছে। জমির কলাগাছ কেটে দিয়েছে। জমি থেকে মাটি কেটে নিয়ে গেছে। এভাবে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে।

এমতাবস্থায় দায়ীদের শাস্তি ও হয়রানি থেকে মুক্তির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কানাডা প্রবাসী মহীউদ্দীন।

এ ব্যাপারে শৈলকুপা থানার পরিদর্শক (তদন্ত) ঠাকুরদাস মন্ডল কোন মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে শৈলকুপার সহকারী কমিশনার(ভূমি) বনি আমিন জানান, মহিউদ্দিন সাহেবের জমিটা সম্পূর্ণ খাস খতিয়ান ভুক্ত নদীর জমি। সেখানে এক সময় ভূমিহীনরা বসবাস করতো এবং তাদের কাছ থেকে জমিটা ক্রয় করেন প্রবাসী ওই ব্যক্তি। এটা নিয়ে পরিবেশবাদী সংগঠন বেলা আদালতে মামলা করেছে। ওই প্রবাসীও আদালতের দ্বারস্থ হয়েছেন। আশা করছি বিজ্ঞ আদালতের মাধ্যমে ঘটনাটির সুরাহা হবে।

এ বিষয়ে জানতে শৈলকুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরীকে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।

(একে/এসপি/মে ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test