E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় অপারেশন করতে গিয়ে রোগীর মৃত্যু, ডাক্তারকে পেটালেন স্বজনেরা

২০২৩ জুন ১৯ ১৮:২৩:৫০
কুষ্টিয়ায় অপারেশন করতে গিয়ে রোগীর মৃত্যু, ডাক্তারকে পেটালেন স্বজনেরা

মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়ায় বেসরকারি আদ-দ্বীন হাসপাতালে পিত্তিথলের অপারেশন করতে গিয়ে গৃহবধূ ফিরোজা বেগম (৪২) নামে এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ সোমবার সকালের দিকে আদ-দ্বীন হাসপাতালে এ ঘটনা ঘটে। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগী স্বজনেরা ক্ষিপ্ত হয়ে হাসপাতালের দায়িত্বরত সার্জারি ডাক্তার আমিরুল ইসলাম ও অজ্ঞানের ডাক্তার আব্দুর রহমানসহ নার্সদেরকে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে।

নিহত গৃহবধু হলেন কুষ্টিয়া থানাপাড়া এলাকার আইয়ুব আলীর স্ত্রী ফিরোজা বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফিরোজা বেগম পিত্তিথলের অপারেশনের জন্য গতকাল ভর্তি হন।

সোমবার দশটার দিকে অপারেশনের জন্য অপারেশন রুমে নিয়ে যান এবং অজ্ঞান করেন। অপারেশনের দুই ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও কোন চিকিৎসকের মন্তব্য না পাওয়া রোগীর স্বজনদের সন্দেহ হয়। তড়িঘড়ি করে ওই হাসপাতালে চিকিৎসকরা রোগীটিকে তাদের গাড়ীতে করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরই জের ধরে নিহত গৃহবধুর স্বামী আত্মীয় স্বজনদের সাথে নিয়ে আদ-দ্বীন হাসপাতালটি ঘেরাও করে এবং চিকিৎসকদের বেধড়ক মারপিট করে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে আছেন।

(এম/এসপি/জুন ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test