E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুদের টাকা না পেয়ে বসত ঘর ভেঙ্গে নিল মহাজন, ছয় দিনেও মামলা নেয়নি পুলিশ

২০২৩ সেপ্টেম্বর ২২ ২৩:১৬:১৯
সুদের টাকা না পেয়ে বসত ঘর ভেঙ্গে নিল মহাজন, ছয় দিনেও মামলা নেয়নি পুলিশ

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : সুদের টাকা না পেয়ে গ্রহীতা হিরন মিয়ার বসত ঘর ভেঙ্গে নিল আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি। তবে এ ঘটনায় ছয় দিনেও মামলা নেয়নি পুলিশ। ঘটনাটি ঘটেছে কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের পাথাইরকোণা গ্রামে।

জানা যায় পাথাইরকোনা গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে হিরন মিয়া শতকরা ২০% সুদে একই গ্রামের মৃত: আব্দুর রাজ্জাকের ছেলে আরিফুল ইসলামের নিকট থেকে চল্লিশ হাজার টাকা এনে বহুদিন সুদ দেওয়ার পর চব্বিশ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ষোল হাজার টাকা পরিশোধের জন্য হিরনকে চাপ সৃষ্টি করে আসছিলেন আরিফ। কিন্তু হিরন আরিফের ষোল হাজার টাকা ছাড়াও অন্যান্য ঋণের চাপে তার বৃদ্ধ মা হামিদা আক্তারকে ঘরে রেখে স্ত্রী সন্তানদের নিয়ে অন্যত্র চলে যায় । এরই মধ্যে আরিফুল গত ১৭ই সেপ্টেম্বর রবিবার সকাল অনুমান ৮টার দিকে রঞ্জু মিয়া, বাবুল মিয়া, শিপুল মিয়া, শিরিন আক্তার, গং ও কাঠ মিস্ত্রি শাহজাহান মিয়া সহ অজ্ঞাতনামা আরোও কয়েকজন লোক নিয়ে হিরন মিয়ার দু-চালা টিনের ঘরটি ভাঙ্গতে শুরু করেন। ২২ শে সেপ্টেম্বর শুক্রবার বিকেলে সরেজমিনে গেলে রুবেলের মা বৃদ্ধ হামিদা আক্তার কান্না জড়িত কন্ঠে বলেন আমি ঘরেই ছিলাম ঘর ভাঙ্গার সময় আরিফকে আমার ছেলে হিরন মিয়ার বসত ঘরটি না ভাঙার জন্য অনেক অনুরোধ করেছি। কিন্তু আরিফ আমাকে ঘর থেকে জোর করে বের করে দিয়ে ঘরটি ভেঙ্গে নিয়ে যায়। আমি ঘটনার বিচার চাই।

এ ব্যপারে একই গ্রামের বৃদ্ধ লাল মিয়া, নজরুল ইসলাম ও সাবেক ইউপি মেম্বার এনামুল হক বলেন, হিরন আরিফের কাছ থেকে সুদের উপর ঋণ নিয়েছিল। শুনেছি এই ঋণের টাকা দিতে না পারায় আরিফুল ইসলাম তার লোকজন নিয়ে এসে হিরনের দো-চালা টিনের বসত ঘরটি ভেঙ্গে নিয়ে গেছে। বৃদ্ধ লাল মিয়া বলেন পাখির বাসাও মানুষে ভাঙ্গে না। কিন্তু আরিফুল হিরনের বসত ঘরটি ভেঙ্গে নিয়েগেছে ঋণের টাকার জন্য এ কথা শুনে মনের দিক থেকে খুব কষ্ট পেয়েছে। এই বৃদ্ধ বয়সে কি আর করতে পারি। তবে এই ঘটনার বিচার হওয়া দরকার।

রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য রাসেল মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, কোনো পক্ষ থেকেই আমাকে ঘটনাটি জানানো হয়নি। তবে শুনেছি সুদের টাকা দিতে না পারায় আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি তার লোকজন নিয়ে এসে হিরনের বসত ঘরটি ভেঙ্গে নিয়ে গেছে। হিরনের ভাই রুবেল মিয়া থানায় লিখিত একটি অভিযোগ দিয়েছেন।

তিনি বলেন বৃহস্পতিবার পুলিশ এসে তদন্ত করে গেছেন। আমিও চাই এ ঘটনাটি সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচার। হিরনের ভাই অভিযোগকারী রুবেল মিয়া বলেন, আমার ভাইয়ের বসত ঘরটি আরিফুল সহ যারা ভেঙ্গে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে অভিযোগ দিলেও এখনও থানায় মামলা হয়নি। আমি এই ঘটনার বিচার চাই।

এ বিষয়ে আরিফুল ইসলামের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন রুবেল মিয়া আমার কাছ থেকে সত্তর হাজার টাকা কর্জ নিয়ে ছিলেন। তিনি টাকা দিতে না পেরে চল্লিশ হাজার টাকা মূল্য ধরে তার বসত ঘরটি আমার কাছে বিক্রি করেছেন। সুদের টাকার জন্য আমি তার বসত ঘর ভেঙ্গে নিয়েছি কথাটি সত্য নয়।

কেন্দুয়া পেমই তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস.আই) সাদ্দাম হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলা নেওয়া হচ্ছে না একথা ঠিক নয়। আরিফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগটির তদন্ত চলছে। তদন্তে যা বেরিয়ে আসবে সে বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে রুবেলের বসত ঘরে টিন কাঠ আরিফুল ইসলাম এর বাড়িতে পাওয়া গেছে। সেগুলো জব্দ তালিকাও করা হয়েছে।

(এসবিএস/এএস/সেপ্টেম্বর ২২, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test