E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরিষাবাড়ীতে নৌকা-ট্রাকের পৃথক সংঘর্ষে নৌকার দুই এজেন্ট আহত

২০২৪ জানুয়ারি ০৭ ১৪:৪১:৪০
সরিষাবাড়ীতে নৌকা-ট্রাকের পৃথক সংঘর্ষে নৌকার দুই এজেন্ট আহত

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে নৌকা ও ট্রাকের এজেন্ট-সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষের ঘটনায় নৌকার ২ জন এজেন্ট আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড গুলিবর্ষণ করেছে পুলিশ। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরআদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও ট্রাকের এজেন্ট-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

অপরদিকে, সকাল ১১টার দিকে পৌরসভার বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের অধ্যক্ষ আব্দুর রশীদের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় নৌকার এজেন্ট মুমিনুল ইসলাম ও রমজান আলী আহত হয়েছেন। মুমিনুলকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান জানান, চরআদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভেতরে নৌকার প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের অধ্যক্ষ আবদুর রশীদের লোকদের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ। তবে এখন ভোটগ্রহণ ও আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক আছে বলেও তিনি জানান।

বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আরিফুর রহমান জানান, 'ট্রাক ও নৌকার প্রার্থীর এজেন্টদের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনার সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।'

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, 'সরিষাবাড়ীতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যথারীতি ভোটগ্রহণ চলছে।'

(আরআর/এএস/জানুয়ারি ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test