E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিজিবি মহাপরিচালকের বেনাপোল ও পুটখালী সীমান্ত পরিদর্শন

২০২৪ এপ্রিল ০৩ ২০:২১:২৭
বিজিবি মহাপরিচালকের বেনাপোল ও পুটখালী সীমান্ত পরিদর্শন

যশোর প্রতিনিধি : বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, বেনাপোল পুটখালী চরের মাঠ  সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।

বুধবার সকালে তিনি প্রথমে শার্শা কাশিপুর বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখের কবরে গার্ড অফ অনার প্রদান করেন এবং সেখানে ১০০ শত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

পরে তিনি সীমান্ত রাস্তার হয়ে বেনাপোল আইসিপি ক্যাম্প বিএসএফের সাথে সৌজন্য সাক্ষাত করেন পরে বিজিবি পাসপোর্ট যাত্রী চেকিংয়ের স্ক্যানার মেশিনটা ঘুরে দেখেন পরে বেনাপোলের পুটখালী চরের মাঠ পরিদর্শন করেন।

প্রদর্শন কাল তার সাথে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম (এডিজি অপস এন্ড ট্রেনিং),ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার হোসেন, (ব্যুরো চিফ) বিএসবি,ব্রিগেডিয়ার জেনারেল শামিম আহমেদ, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির, লে: কর্ণেল মোহাম্মদ নজরুল ইসলাম, পিএস টু ডিজি বিজিবি, লে: কর্ণেল মাসুদ পারভেজ রানা, পরিচালক (পরিকল্পনা), সদর দপ্তর বিজিবি, ক্যাপ্টেন মাজেদুল আলম পৃথু, এডিসি টু ডিজি বিজিবি আরো ছিলেন যশোর রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ান, অন্যান্য অফিসার বৃন্দ।

(এসএমএ/এএস/এপ্রিল ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test