E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে পুলিশ হেফাজতে মাদক মামলার আসামির মৃত্যু

২০২৪ এপ্রিল ০৯ ১০:১৯:৩৯
ঠাকুরগাঁওয়ে পুলিশ হেফাজতে মাদক মামলার আসামির মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশ হেফাজতে আকরাম আলী (৪০) নামে মাদক মালার এক আসামির মৃত্যু হয়েছে। সোমবার (৮ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে তাকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আকরাম হোসেন হরিপুর উপজেলার হাটপুকুর গ্রামের তোয়াব আলীর একমাত্র ছেলে। তিনি হরিপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহনুজ্জামান।

আকরাম আলীর চাচাতো ভাই মো. সেখ সাদী বলেন, আমার চাচাতো ভাইকে গতকাল রাত ৯টার দিকে সন্দেহজনকভাবে তুলে নিয়ে আসে। পরবর্তীতে রাত ১১টার দিকে আমরা দেখা করতে আসলে অল্প সময়ের জন্য দেখা হয়। তাকে আমি কিছু ওষুধ দিয়ে যাই। তিনি একজন ডায়াবেটিসের রোগী। কী কারণে মারা গেছে এখন পর্যন্ত আমরা কিছুই জানি না। এখন পর্যন্ত আমরা লাশটাও দেখতে পাইনি। লাশ আনলে বুঝতে পারবো তিনি কী কারণে মারা গেছেন এবং তার শরীরে কোনো আঘাত রয়েছে কিনা।

এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, আকরাম আলীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় রোববার (৭ এপ্রিল) রাত ৯টায় গ্রেপ্তার করা হয়। পরদিন হরিপুর থানা থেকে আদালতে পাঠানোর জন্য তাকে থানা থেকে রওনা দেওয়া হয়। পথিমধ্যে আকরাম আলী শারীরিক অসুস্থতা বোধ করলে তাকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে জানান, আকরাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

(এফআর/এসপি/এপ্রিল ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test