E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হবিগঞ্জে হত্যার হুমকির অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

২০১৪ ডিসেম্বর ০৪ ১৭:০৮:৫৮
হবিগঞ্জে হত্যার হুমকির অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এমপি অ্যাডভোকেট মো. আবু জাহিরকে মোবাইল  ফোনে এসএমএস-এর মাধ্যমে হত্যার হুমকি দেয়ার অভিযোগে হবিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক এনামুল হক বিপ্লবকে আটক করেছে পুলিশ। আটককৃত বিপ্লব হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের আব্দুস সোবহানের পুত্র। বুধবার রাত ৯টার দিকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার বিকেলে এমপি অ্যাডভোকেট মো. আবু জাহিরের ব্যক্তিগত সহকারী সুদীপ দাশ বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।

পুলিশ ও দলীয় সূত্র জানায়, গত ২৭ নভেম্বর রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হবিগঞ্জ আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের প্রস্তুতি সভা চলছিল। সভায় এমপি অ্যাডভোকেট মো. আবু জাহিরের বক্তব্য চলাকালে তার মোবাইল ফোনে একটি ম্যাসেজ আসে। তাতে লেখা ছিল ‘আই কিল ইউ’। এমপি অ্যাডভোকেট আবু জাহির ম্যাসেজটি দেখে বক্তব্য বন্ধ রেখে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে দেখান। এমপি মজিদ খান ম্যাসেজটি সভায় পড়ে শোনান। পরবর্তীতে প্রধানমন্ত্রীর আগমনে যাতে কোন ধরনের বাধা সৃষ্টি না হয় এজন্য আর এ বিষয়টি নিয়ে কোন আলাপ আলোচনা করা হয়নি। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হবিগঞ্জ সফর শেষে এমপি আবু জাহির হবিগঞ্জ সদর থানাকে বিষয়টি অবগত করেন। সদর থানার ওসি নাজিম উদ্দিন কয়েকদিন এই মোবাইল ফোনটিতে কল করে ফোনটি বন্ধ পান।

পরবর্তীতে পুলিশ নানাভাবে তল্লাশি চালিয়ে নিশ্চিত হয় যে, এই নাম্বারটি হবিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক এনামুল হক বিপ্লবের। এ প্রেক্ষিতে বুধবার রাত ৯টার দিকে সদর থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ বিপ্লবের বাড়ি সদর উপজেলার পইল গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। যে মোবাইল নাম্বার থেকে এমপি আবু জাহিরকে এসএমএস করা হয়েছিল সেই সিম কার্ডটি বিপ্লবের কাছে পায় পুলিশ।

থানায় আটক এনামুল হক বিপ্লব জানান, গত ২৯ নভেম্বর তার ব্যবহৃত মোবাইল ফোনের সিম হারিয়ে গিয়েছিল। পরবর্তীতে তিনি সিমটি নতুন করে তুলেন। তিনি এ ঘটনার সাথে জড়িত নন। কে বা কারা জড়িত তা তদন্ত করে বের করা হউক।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনামুল হক বিপ্লবের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ করা সম্ভব নয়। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে হাজির করা হয়েছে। আদালতে তার রিমান্ড আবেদন করা হবে।

এদিকে, বিপ্লবের আটকের খবর পেয়ে বুধবার রাতে থানায় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ভিড় জমান।

প্রসঙ্গত, জেলা আওয়ামী লীগ সভাপতি এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির ২০০৫ সালের ২৫ জানুয়ারি বৈদ্যের বাজার গ্রেনেড হামলায় গুরুতর আহত হন। পরবর্তীতে দু’বার তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।

(পিডিএস/এএস/ডিসেম্বর ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test