E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আকস্মিক শিলাবৃষ্টিতে বগুড়ায় ব্যাপক ক্ষয় ক্ষতি

২০১৫ ফেব্রুয়ারি ১৯ ১৮:৫২:৩২
আকস্মিক শিলাবৃষ্টিতে বগুড়ায় ব্যাপক ক্ষয় ক্ষতি

বগুড়া প্রতিনিধি : বুধবার দিবাগত রাতে আকস্মিক শিলাবৃষ্টিতে বগুড়ার সোনাতলা ও সারিয়াককান্দিতে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টিতে সোনাতলা উপজেলার বালুয়া, দিগদাইর ও জোড়গাছা ইউনিয়নের কমপক্ষে ৬০০০ পরিবারের ঘর-বাড়ির ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন।

এছাড়াও শিলাবৃষ্টিতে এ তিন ইউনিয়নের ৫হাজার ৬৭০জন কৃষকের মোট ৫৪০ হেক্টর জমির মধ্যে বোরো ৩৪৫ হেক্টর, গম ৪৫ হেক্টর, শাকসব্জি ৩০ হেক্টর, আলু ১৫ হেক্টর, ভূট্টা ৫ হেক্টর ও অন্যান্য ফসল ১০০ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এতে মোট ৭৭লাখ ২৬ হাজার ৫শ’ টাকার ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিস বিষয়টি নিশ্চিত করেছে।উপজেলা নির্বাহি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন সরদার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন। অপরদিকে বগুড়ার সারিয়াকান্দিতে হঠাৎ শিলা বৃষ্টিতে বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

বুধবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার যমুনার চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে দু’দফায় ১০ মিনিটি ব্যাপক হারে শিলা বৃষ্টি হয়। সেই সাথে বয়ে যায় প্রচন্ড বেগে ঝড়ো হাওয়া। শিলা বৃষ্টি ও ঝড়ো হাওযার কারনে উপজেলায় মরিচ, গম, ভুট্টা, ডাল, সবজি,ধান, সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও ঝড়ের কারনে কিছু ঘরবাড়ি ও গাছপালা ভেঙ্গে পড়ে। বৃহস্পতিবার ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, মরিচ ক্ষেতের বেশীর ভাগ মরিচ মাটিতে পড়ে গেছে,গম ও ভুট্টা গাছ ভেঙ্গে ও হেলে গেছে, মিষ্টি কুমড়া ক্ষত বিক্ষত হয়ে গেছে, নিচু এলাকার বোরো ধান পানিতে ডুবে গেছে। কৃষকরা তাদের ফসলি জমি ঘুরে ঘুরে দেখছেন।

হঠাৎ করে অসময়ে শিলা বৃষ্টি ও ঝড়ে ফসলের ক্ষতি হওয়ায় ক্ষতিগ্রস্ত অনেক কৃষকের মাথায় হাত পড়েছে। ধাপ গ্রামের কৃষক এমদাদুল জানান,তার ২ বিঘা জমির মরিচ, ১ বিঘা জমির গম এবং ২৮ শতক জমির মিষ্টি কুমড়ার ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। মরিচ, গম ও মিষ্টি কুমড়া ফসলের ক্ষতি হওয়ায় তার এখন পথে বসার উপক্রম হয়েছে। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, ২’হাজার ১’শ হেক্টর জমির মরিচ, ১’হাজার ৩’শ হে. ডাল ফসল, ১’হাজার হে. গম, ৩’শ ৫০ হে. ভুট্টা, ৩’শ৫০ হে . বোরো ধান, ১’শ৪৫ হে. সবজি এবং অন্যান্য ৩’শ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এতে ২৫’হাজার ৬’শ ৫০’জন কৃষক পরিবারের ১২কোটি ৬৮ লক্ষ ৮৭ হাজার ৫’শ টাকার ক্ষতি হয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ঝড়ো হাওযার কারণে বোহাইল ইউনিয়ন সহ যমুনার বিভিন্ন চরাঞ্চলের ৮০টি ঘর সম্পূর্ণ এবং ১৫০টি ঘরের আংশিক ক্ষতি হয়েছে ।

(এএসবি/এএস/ফেব্রুয়ারি ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test