E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

২০১৫ জুন ১৪ ১৭:৫৫:৫৬
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা আবিদুর রহমান তালুকদারের বিরুদ্ধে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

রবিবার ৭ ইউপি সদস্য এমন অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। এঘটনায় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, চেয়ারম্যান আবিদুর রহমান তালুকদার বিভিন্ন সময়ে সরকারের স্থাবর সম্পত্তি হস্তান্তর করের শতকরা ১ ভাগ প্রাপ্ত রাজস্বের ৫০ লাখ টাকা ভুয়া প্রকল্প দেখিয়ে আত্মসাত করেন। ২০১১ সাল থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ বিভিন্ন জনকল্যাণমুলক প্রকল্পের বিপরীতে এই সমুদয় অর্থ বরাদ্দ করে। কিন্তু ইউপি চেয়ারম্যান জনকল্যাণমুলক কোন প্রকল্প বাস্তবায়ন না করে ভুয়া প্রকল্প দেখিয়ে সমুদয় অর্থ আত্মসাত করেন।

ইউপি সদস্য মকবুল হোসেন ও মীর লোকমান হোসেন চেয়ারম্যানের বিরুদ্ধে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, পরিষদের সচিব নিজেও কোন সদস্যকে এবিষয়ে অবহিত করেননি। পরিষদের ৭ জন সদস্য এই অভিযোগ পত্রে স্বাক্ষর করে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে।

এব্যাপারে চেয়ারম্যান আবিদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি একটি হত্যা মামলায় কারাগারে থাকায় তার মন্তব্য নেওয়া যায়নি। তবে তার পরিবার এই অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। একই সাথে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

নাটোরের জেলা প্রশাসক মশিউর রহমান অভিযোগ পত্র প্রাপ্তির কথা স্বীকার করে জানান,খুব শীঘ্রই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এমআর/এএস/জুন ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test