E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে ড্রেজারের পাইপের নিচে পড়ে শিশুর মৃত্যু, আটক ৬

২০১৬ মার্চ ২৭ ১৯:২৩:০৪
মাদারীপুরে ড্রেজারের পাইপের নিচে পড়ে শিশুর মৃত্যু, আটক ৬

মাদারীপুর প্রতিনিধি :মাদারীপুরে ড্রেজারের পাইপের নিচে পড়ে নাইম (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাইম একই এলাকার নেছার মুন্সীর ছেলে।

এ ঘটনায় আসেদ আলী (১৮), আব্দুল্লা আল নোমান (১৯), আল-আমিন (২২), বাদশা আলম (২৫), হাবিব তালুকদার (৫৫) ও ইমরান হোসেনকে (২০) আটক করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে চরগোবিন্দপুরের কীর্ত্তিনাশা নদী থেকে বালু উত্তোলনের জন্য লোহার পাইপ আনতে শুরু করে কর্মরত শ্রমিকরা। এ সময় পাশে দাড়িয়ে ছিল নাইম নামের ওই শিশু। লোহার পাইপ ফেলানোর সময় অসাবধানতাবশত নাইমের মাথার উপর পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নাইমকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘটনাস্থল থেকে ড্রেজারের কাজে কর্মরত ৬ জন শ্রমিককে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে আটকদের থানায় নিয়ে যায় এবং ঘটনা তদন্ত শুরু করে। এ ঘটনার দৃষান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী।

মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ জানান, এ ঘটনায় আটক ৬ জনকে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খোঁয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, এ ঘটনার বিচার না হলে পরবর্তীতে এই উদাহরণ দেখে আরো অপরাধ বেড়ে যাবে। তাই দ্রুত এ ঘটনার বিচার হওয়া উচিৎ।

(এএসএ/এস/মার্চ২৭,২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test