E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গলাচিপা এ্যাডরা’র উদ্যোগে রোয়ানু ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

২০১৬ জুলাই ২৫ ১৬:১৪:২৭
গলাচিপা এ্যাডরা’র উদ্যোগে রোয়ানু ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : গলাচিপা উপজেলার চরকাজল, চরবিশ্বাস ও গলাচিপা ইউনিয়নে বেসরকারি সংস্থা এ্যাডরা বাংলাদেশের উদ্যোগে গতকাল রবিবার বেলা ১২ টায় প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামসুজ্জামান লিকন।

স্থানীয় চরকাপরফারমা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মতিউর রহমান, গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাদি।

সাইক্লোন রোয়ানু ক্ষতিগ্রস্তদের মাঝে চরবিশ্বাস একহাজার, চর বাংলা পাচঁশত, চরকাজল একহাজার, গলাচিপা ইউনিয়নে তিনশত পরিবারের মাঝে ত্রান বিতরন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,এ্যাডরা বাংলাদেশের গলাচিপা টিমলিডার মোঃ জুয়েল সিকদার, সহকারি টিমলিডার আমল খাঁ, আঃ মতিন, মোহনা টিভির জেলা প্রতিনিধি সোহাগ রহমান, সাংবাদিক সঞ্জিব দাস, সাংবাদিক মোঃ নজরুল ইসলাম প্রমুখ। সম্প্রতি ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ ও পূর্ণিমার প্রভাবে উপকূলীয় সংলগ্ন জেলা পটুয়াখালীর বঙ্গোপসাগর সকল নদ-নদী ফুসে উঠেছে। অস্বাভাবিক জোয়ারের পানিতে গলাচিপা বিভিন্ন চরাঞ্চলসহ নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে।

উপকূল জুড়ে দমকা হাওয়া ও মাঝারি এবং কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে। অপর দিকে উপজেলা চরকাজল, চরবিশ্বাস, চর বাংলা, চরকারফারমাসহ বিভিন্ন চরঞ্চল বেড়িবাঁধের বাইরের প্রায় পাঁচ হাজার পরিবার দুই থেকে তিন ফুট পানিতে প্লাবিত হয়ে গেছে। এসব এলাকার অনেকেই জোয়ারের পানির জন্য ঘর ছেড়ে বেড়িবাঁধের ওপর আশ্রয় নিয়েছে। নদীতে ভাটার সময় আবার ঘরে ফিরেছে।

(এসডি/এএস/জুলাই ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test