E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বখাটেদের বেপরোয়া গতির মোটরসাইকে কেড়ে নিল মেধাবী ছাত্রীর প্রাণ

২০১৮ জুলাই ২০ ১৬:৪২:৩২
বখাটেদের বেপরোয়া গতির মোটরসাইকে কেড়ে নিল মেধাবী ছাত্রীর প্রাণ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় বখাটেদের বেপরোয়া গতির মোটরসাইকেলের কারণে অকালে ঝড়ে গেলে এক মেধাবী ছাত্রীর প্রাণ।

স্থানীয় এমপি আবুল হাসানাত আবদুল্লাহ উদ্যোগে তিন দিন আইসিইউ’তে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে শুক্রবার সকালে মারা গেছে উপজেলার পূর্ব পয়সা গ্রামের টিএস নজরুল ইসলামের মেয়ে ও গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ১০ম শ্রেণির মেধাবী ছাত্রী মিনহাজ হাসান মিলি। এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া।

নিহত মিলির বাবা টিএম নজরুল ইসলাম জানান, গত মঙ্গলবার বিকেলে তিনি উপজেলা সদর থেকে তার মেয়ে মিলিকে ডাক্তার দেখিয়ে মাহেন্দ্র যোগে সন্ধ্যার সময় নিজের বাড়ি সামনে নেমে ভাড়া পরিশোধ করছিলেন। এসময় পশ্চিম দিক থেকে পাঁচটি মোটর সাইকেল নিয়ে বেপারোয়া গতিতে যাবার সময় একটি মোটরসাইকেল তার মেয়ে মিলিকে ধাক্কা দিয়ে ১০-১৫ হাত ছেঁছড়ে নিয়ে যায়।

এসময় মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা এগিয়ে এসে মিলিকে গুরুতক রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে সেখানের চিকিৎসকেরা মিলিকে দ্রুত উপজেলা হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। দ্রুত মিলিকে উপজেলা হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। মঙ্গলবার রাতেই স্থানীয় এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র উদ্যোগে মিলিকে বরিশাল সেবাচিম হাসাপাতালের আইসিইউ’তে ভর্তি করা হয়। আইসিইউ’তে চিকিৎসকদের নিবির পর্যবেক্ষণে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দশটার দিকে মিলি মারা যায়। মিলি জেএসসি’তে গোল্ডেন এ (+)পেয়েছিল।

নিহত মিলির চাচা জব্বার তালুকদার জানান, বখাটেদের ফেলে যাওয়া বরিশালে রেজিষ্ট্রেশন করতে দেয়া মোটরসাইকেলের কাগজ অনুযায়ি মালিকের নাম রিফাত হোসেন। তার বাড়ি মুলাদির তুলচর এলাকায়। তবে অনুসন্ধানে জানা গেছে, মোটরসাইকেল চালক মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের আতাহার আকনের ছেলে রিফাত আকন ঘটনার সময় নিজে গাড়ি চালাচ্ছিল। রিফাত একটি ঔষধ কোম্পানীতে কর্মরত রয়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক মোল্লা জানান, তিনি দুর্ঘটনার খবর পেয়ে এসআই জাহিদুর রহমান ও এএসআই রাজু আহম্মেদকে পৃথকভাবে মোটরসাইকেলটি থানায় আনা ও মামলা করার জন্য পাঠিয়েছিলেন, কিন্তু তারা মাটরসাইকেলটি পুলিশের কাছে দেয়নি। এঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

মিলির মৃত্যুতে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীসহ সমগ্র পয়সা গ্রামে শোকের ছায়া নেয়ে এসেছে।

(টিবি/এসপি/জুলাই ২০, ২০১৮)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test