E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের বাড়িঘর জ্বালানো মামলায় ২ আসামীর জামিন নামঞ্জুর

২০২৩ এপ্রিল ১৩ ১৮:৪৩:০৯
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের বাড়িঘর জ্বালানো মামলায় ২ আসামীর জামিন নামঞ্জুর

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামায়াতের সালানা জলসা ঘিরে  আহমদনগর এলাকায় বসবাসকৃতদের ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়া ও লুটপাটের মামলার প্রধান আসামী আব্দুর রহমান পিতা মৃত আছির উদ্দীন ও মোতাহার হোসেন পিতা আব্দুর রহমানকে আদালত জামিন না মঞ্জুর করে জেলা হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার পঞ্চগড় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডল এ আদেশ দেন। গত ৩,৪ও মার্চ তিনব্যাপী পঞ্চগড় জেলার আহমদ নগর,শালাশিড়ি ও সোনাচান্দি গ্রামের ১৮৬টি বাড়ি লুটপাট শেষে পুড়ে দেওয়া হয়।ওই সংঘর্ষে আহমদীয় জামাতপন্থী ৮৫জন আহত হয়, ৩মার্চ খুন হয় জলসায় আসা, নাটোর জেলার বড়াইগ্রাম থানার নোটটা বাড়িয়া গ্রামের মো.আবু বকর সিদ্দিকীর পুত্র মো.জাহিদ হাসান।

ঘটনাকে কেন্দ্র করে পঞ্চগড় সদর ও বোদা থানায় পৃথক পৃথক মামলা হয় ৩৩টি, এযাবৎ পুলিশ গ্রেফতার করেছে ২২১জনকে। পরে বোদা থানায় ক্ষতিগ্রস্ত জাহিদুল ইসলাম ১১মার্চ ২০২৩ জ্বালাও পোড়াও, লুটপাটের অভিযোগ এনে ১৪৩/৪৪৮/৩৮০/৪৩৫/৪৩৬/৪২৭/৫০৬(২)/১১৪/৩৪ ধারায় একটি মামলা করেন।

পরে আসামীদ্বয় হাইকোর্ট থেকে ৪সপ্তাহের জামিন পায়। হাইকোর্টের দেওয়া সময়সীমা শেষ হওয়ায় বৃহস্পতিবার তারা দুজন নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

(আর/এসপি/এপ্রিল ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test