E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধানমন্ত্রীর উপহার জিআর চাল বরাদ্দ

আত্রাইয়ে মাস্টাররোলের নামে হাজার হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগ

২০২৩ জুলাই ১০ ১৬:৫৫:১৪
আত্রাইয়ে মাস্টাররোলের নামে হাজার হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে প্রধানমন্ত্রীর উপহার জিআর চালের মাস্টার রোলের নাম দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। আত্রাই উপজেলা প্রকল্প বাস্বায়ন (পিআইও) অফিসের অফিস সহকারী ইসমাইল হোসেন বিভিন্ন এতিমখানা প্রধানদের নিকট থেকে এ টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানা গেছে।

তথ্যানুসন্ধানে জানা যায়, গত জুন মাসের শেষের দিকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলার বিভিন্ন এতিমখানা ও মন্দিরে জিআর এর চাল বরাদ্দ দেয়া হয়। এসব চাল উপজেলার ২২ টি এতিমখানা ও ২টি মন্দিরের অনুকূলে বরাদ্দ হয়। বরাদ্দপ্রাপ্ত এতিমখানা প্রধানরা চাল উত্তোলন করতে আসলে তাদের নিকট থেকে মাস্টাররোলের অজুহাতে টনপ্রতি এক হাজার টাকা করে হাতিয়ে নেয়া হয়। যেসব প্রতিষ্ঠানে ২ বা ৩ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে তাদের নিকট থেকে ২ হাজার ও ৩ হাজার টাকা করে উৎকোচ নেয়া হয়েছে।

সিংসাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সুপার হাফেজ আজিজুল ইসলাম বলেন, আমার এতিমখানায় ৩ টন চাল বরাদ্দ দেয়া হয়েছিল। এ চাল উত্তোলনের জন্য পিআইও,র কেরানী ইসমাইলকে আড়াই হাজার টাকা দিয়েছি। পতিসর এতিমখানার সুপার মুফতি আব্দুর রহমান বলেন, আমি ২ টন চাল উত্তোলনের জন্য দুই হাজার টাকা দিয়েছি।

পালশা মাদ্রাসার সুপার মাওলানা আশরাফুল ইসলাম বলেন, আমি এক টন চাল উত্তোলনের জন্য এক হাজার টাকা ইসমাইলকে দিয়েছি।

এ ব্যাপারে আত্রাই পিআইও অফিসের অফিস সহকারী ইসমাইল হোসেন বলেন, মাস্টাররোল প্রস্তুত করতে কিছু খরচ হয়। সে খরচের টাকা আমি নিয়েছি। প্রয়োজন হলে টাকা ফেরত দিব।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান এ বিষয়য়ে বলেন, ইসমাইল হোসেনের টাকা নেয়ার বিষয়টি আমি জানিনা, আর এভাবে তো টাকা নেয়ার কথা নয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

(বিএস/এসপি/জুলাই ১০, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test