E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় আরো ৪ জনের ডেঙ্গু শনাক্ত

২০২৩ জুলাই ১১ ১৭:৫৮:৩৫
নওগাঁয় আরো ৪ জনের ডেঙ্গু শনাক্ত

নওগাঁ প্রতিনিধি : দেশে চলছে ডেঙ্গু আতঙ্ক। নওগাঁও এই আতঙ্ক থেকে মুক্ত নয়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। জেলায় নতুন করে আরো তিনজন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সোমবার ১০ জুলাই জেলা সদরে দুইজন ও পোরশা উপজেলায় একজন এবং গত রবিবার ৯ জুলাই ধামইরহাট উপজেলায় আরো একজনসহ মোট চারজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আক্রান্ত সবাই ঢাকা ফেরত। তবে ঈদের পর থেকে এ জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। আক্রান্ত ব্যক্তিরা সদর হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবীদ মোস্তফা।

তিনি বলেন, ঢাকা ফেরত ব্যক্তিরা ডেঙ্গু রোগের উপসর্গ নিয়ে সদর হাসপাতাল ও নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে পরীক্ষার মাধ্যমে তাদের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। এরপর তাদেরকে ভর্তি করিয়ে চিকিৎসা প্রদান করা হচ্ছে। ঈদের পর থেকে এখন পর্যন্ত নওগাঁর বিভিন্ন উপজেলায় ডেঙ্গু আক্রান্ত মোট ৭ ব্যক্তিকে পাওয়া গেছে। এদের মধ্যে ধামইরহাট উপজেলায় একজন সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে গেছেন। তবে জেলার ধামইরহাট উপজেলায় আক্রান্তের সংখ্যা তুলনামূলক একটু বেশি।

মেডিকেল অফিসার ডাঃ আশীষ কুমার সরকার মুঠোফোনে বলেন, ডেঙ্গু একটি ভাইরাস জ্বর, এর থেকে সুস্থ হতে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। তাই ডেঙ্গু জ্বর হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে ঘুমানোর সময় মশারি ব্যবহার ও মশার বংশবিস্তার রোধ করা প্রয়োজন। পরিত্যক্ত পাত্র, ফুলের টব বা ডাবের খোসায় জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা ডিম পাড়ে। এ কারণে অযথা কোনো পাত্রে পানি জমতে দেওয়া যাবে না। একই সঙ্গে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতেও পরামর্শ দেন তিনি।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল ও স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। ইতিমধ্যেই আমরা জেলার ১১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা প্রদানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করেছি। তিনিও আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।

(বিএস/এসপি/জুলাই ১১, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test