E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পোরশায় যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন বুধবার

২০২৩ জুলাই ১১ ১৮:১০:০৭
পোরশায় যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন বুধবার

নওগাঁ প্রতিনিধি : অর্ধযুগ পরে বুধবার (১২ জুলাই) নওগাঁর পোরশা উপজেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য সম্মেলনে কে থাকছেন নেতৃেত্ব তা নিয়ে চলছে নানা আলোচনা। এ সম্মেলনে গঠিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ সহ বিভিন্ন পদে নতুন ও পুরাতনদের সমন্বয় হবে নাকি নতুন মুখের চমক থাকছে তা নিয়ে চলছে বিশ্লেষণ। যা সম্মেলনের আগের দিন গুলিতে ছিল প্রবল। 

প্রধান দুটি পদে একাধকি প্রার্থী থাকলেও সম্মেলনকে ঘিরে ফেস্টুন, ব্যানার বা পোস্টার তেমন চোখে পড়ার মত ছিলনা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ পছন্দের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়েছেন কর্মীরা। তারপরেও বেশ কয়েকদিন মোটামুটি উৎসাহ-উদ্দীপনা ছিল সম্মেলনকে ঘিরে। জানাগেছে, সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকেই শীর্ষ দুটি পদ দখলে রাখতে স্থানীয় যুবলীগ নেতারা যে যার মত তদবির করেছেন। প্রার্থীরা শেষ মূহুর্ত পর্যন্ত আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের কাছেও ধরনা দিয়েছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা বলছেন।

তবে যাইহোক দলীয় সূত্রে জানা গেছে, যোগ্যতায় যারা এগিয়ে রয়েছেন তারাই শীর্ষ পদ পাবেন। দলের প্রতি নিবেদিতদের এবং সাংগঠনিক ভাবে দক্ষতা বিবেচনায় নেওয়া হবে। এর আগে ২০১৭ সালের উপজেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন তৎকালিন ছাত্রনেতা মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন মাহমুদুল হাসান খোকন। সভাপতি নির্বাচিত হওয়ার তিন মাসের মধ্যে মর্মান্তিক এক সড়ক দূর্ঘ্যটনায় মারা যান মাহবুবুর রহমান। এর পরেই দায়িত্ব ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় সংগঠনটির সহসভাপতি রবিউল ইসলামকে। এরপর থেকেই চলছিল এ উপজেলার যুবলীগের সাংগঠনিক কার্যক্রম।

যাদের মধ্যে সভাপতি পদে নির্বাচিত হবেন এবং আলোচনায় রয়েছেন তারা হলেন বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম, সহসভাপতি জোবায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক ফুয়াদ মাহমুদ চৌধুরী, যুবলীগ নেতা মোহাম্মদ আলী, আশিরুল আজাদ, নুরুজ্জামান খান, আলমগীর কবির। আপরদিকে যাদের মধ্যে সাধারন সম্পাদক পদে নির্বাচিত হবেন এবং আলোচনায় রয়েছেন তারা হলেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খোকন, যুবলীগ নেতা মওদুদ আহম্মেদ, নাহিদ আলী, আমিনুল ইসলাম, আবু তারেক শিশির, সাইমুম ইসলাম, মিজানুর রহমান, আবু সুফিয়ান ও রায়হান কবির। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, কার্যনির্বাহী সদস্য আবু হাসান সিদ্দিকী মিলন ও ডা. মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন। এতে যুবলীগ সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকন সহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকছেন।

(বিএস/এসপি/জুলাই ১১, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test