E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুজিব আদর্শে বিশ্বাসী হয়ে শতাধিক ফ্রী মেডিকেল ক্যাম্পে ১০ হাজার রোগীর সেবা

২০২৩ অক্টোবর ১৩ ১৯:২৭:১৭
মুজিব আদর্শে বিশ্বাসী হয়ে শতাধিক ফ্রী মেডিকেল ক্যাম্পে ১০ হাজার রোগীর সেবা

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হয়ে গরীব, অসহায় মানুষদের ফ্রি স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন যশোরের গরীবের ডাক্তার খ্যাত নিকুঞ্জ বিহারী গোলদার। তিনি যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি অ্যান্ড অবস্ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান। বর্তমানে আদ্ দ্বীন সখিনা মেডিকেল কলেজের অধ্যাপক হিসাবে দায়িত্ব।পালন করছেন। ডাক্তার নিকুঞ্জ বিহারী গোলদার বাঘারপাড়া উপজেলার এগারখান এলাকার কমলাপুরের বাসিন্দা। দরিদ্র পরিবার থেকে বেড়ে উঠা এই মানুষটি দিনরাত মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে বাঘারপাড়া-অভয়নগর ও বসুন্দিয়া এলাকার গ্রামে গ্রামে ঘুরে শতাধিক মেডিকেল ক্যাম্প করেছেন। তার মেডিকেল ক্যাম্প থেকে দশ হাজারের অধিক মানুষ চিকিৎসা সেবা, ফ্রি ওষুধ পেয়ে উপকৃত হয়েছেন। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি যশোর-০৪ (আভয়নগর,বাঘারপাড়া, বসুন্দিয়া) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি।

উন্নয়ন সমৃদ্ধি ও আধুনিক বাংলাদেশের রুপকার বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নৌকার পক্ষে আজ শুক্রবার বিকাল তিনটায় বাসুয়াড়ী ইউনিয়রে ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদারের নেতৃত্বে সাইটখালি স্কুল মাঠে শান্তি সমাবেশ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। র‍্যালী শেষে সাইটখালী স্কুল মাঠে বাসুয়াড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশর সভাপতিত্ব করেন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব লোকমান হাকিম। প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার।

তিনি তার বক্তব্যে বলেন, 'আমি এই জনপদের সন্তান। আপনারা আজকে আমাকে যে সম্মান দিয়েছেন তা আমি আজীবন মনে রাখবো। আপনারা আছেন বলেই জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করতে পারছেন। ডিজিটাল বাংলাদেশ থেকে এখন আমরা স্মার্ট বাংলাদেশের পথে। আমি আপনাদের সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার নৌকার পক্ষে ভোট চাই। আপনারা সকলেই আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে ভোট দিয়ে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনবেন। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে যশোর ৮৮/৪ বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। যদি নেত্রী আমাকে সৎ যোগ্য হিসাবে নৌকা প্রতীক দেয় আমি আপনাদের সেবক হতে চায়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদসুয়াড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ ইব্রাহিম মোল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসুয়াড়ী ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বর লিয়াকত আলী সরদার। শান্তি সমাবেশ র‍্যালি ও আলোচনা সভা শেষে অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার মরহুম মোঃ হালিম সরদার স্মরণে ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসাপত্র, ঔষধ ও ডায়াবেটিস পরীক্ষা সেবা দেন।

(এসএ/এসপি/অক্টোবর ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test