E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

২০২৩ ডিসেম্বর ১০ ১৭:৩৭:১৫
ভৈরবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ‘নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ’- এই স্লোগানকে সামনে রেখে ভৈরবে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস। এ উপলক্ষে ভৈরবে ৫ ক্যাটাগরিতে ৫ জন নারীকে দেয়া হয়েছে জয়িতা সম্মাননা। ৯ ডিসেম্বর শনিবার উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার তাসনিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন।

পৌরসভার কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক আরজিন রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, অধ্যক্ষ শরীফ আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে জয়ীতা পুরস্কার প্রাপ্ত ৫ নারী জয়ীতা তাদের জীবন সংগ্রাম নিয়ে আলোচনা করেন। আলোচনা সভায় ভৈরবের বিভিন্ন নারী উদ্যোক্তাগণসহ বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে ফাতেমা খাতুন শোভা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে রায়হানা হক, সফল জননী হিসেবে মঞ্জু রানী বর্মন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন পরিচালনায় নিপা আমিন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগমকে জয়িতা হিসেবে সম্মাননা প্রদান করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম রোকেয়া নারী জাগরণের মুর্ত প্রতিক। প্রতিটি বাঙালির শ্রদ্ধা ও সম্মানে মিশে আছে বেগম রোকেয়া। শুরু থেকে জীবন সংগ্রামের গ্লানী কাটিয়ে তিনি একজন সফল নারী। তিনি নারী শিক্ষা ও নারী অধিকার আদায়ের স্বাবলম্বী করতে লড়াই সংগ্রাম করে গেছে। আজ তিনি সফল। নারীরা তাঁকে অনুসরণ করেই এগিয়ে যাচ্ছেন। বক্তারা আরো বলেন, নারীদের স্বাবলম্বী করতে ও শিক্ষায় সুশিক্ষিত করতে সরকারে পক্ষ থেকে সকল ধরণের প্রদক্ষেপ গ্রহণ করেছেন।

(এসএস/এসপি/ডিসেম্বর ১০, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test