E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সারা বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী’

২০২৪ ফেব্রুয়ারি ১১ ১৫:৪১:২১
‘সারা বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী’

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : সারা বিশ্বকে দেয়া চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্মার্ট বাংলাদেশ গড়তে যুব সমাজের ভূমিকাই গুরুত্বপূর্ণ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে যুব সমাজকে লেখা পড়া, খেলাধুলাসহ বিভিন্ন ভাবে প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে বলে বলেছেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে সংসদ সদস্য বিসিবি সভাপতি যুব ও ক্রীড়া মন্ত্রী আলহাজ্ব নাজমুল হাসান পাপন। তিনি আরো বলেছেন, সরকারে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে স্বতস্ফুর্তভাবে ভোটের মাধ্যমে ক্ষমতায় এনেছেন। এ সরকার জনগণে সরকার।

২০২৬ সালে দেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের যে রূপ রেখা প্রধানমন্ত্রী দিয়েছেন তা আমি ও আমরা একসাথে হয়ে কাজ করলে সম্ভব হবে। প্রধানমন্ত্রী যখন যে উদ্যোগ ও প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণ করেছেন। আমাদের বিশ্বাস স্মার্ট বাংলাদেশও গড়া সম্ভব হবে। আপনারা জানেন আগে আমি অনেক কিছুতে যুক্ত ছিলাম। এখন সবকিছু ছেড়ে আপনাদের সাথেই কাজ করছি ভবিষ্যতেও করবো। ভৈরববাসীর পক্ষ থেকে আজ আমার কাছে যেসকল উন্নয়নমূলক কাজের দাবি জানিয়েছেন সে সকল উন্নয়নমূলক কাজ অতিদ্রুত একে একে বাস্তবায়ন করা হবে। আমি প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে গিয়ে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করবো।

সমাবেশে তিনি বলেন, ‘ ভৈরবের মানুষের সকল সমস্যা সমাধান করা হবে। আমি নির্বাচনের আগে বলেছি ভৈরবকে নিজের মত করে সাজাবো। ভৈরব-কুলিয়ারচরকে উন্নত ও স্মার্ট শহর হিসেবে গড়ে তুলতে যা প্রয়োজন আমি তাই করবো।

১০ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় শহরের সরকারি কাদির বক্স পাইলট মডেল হাই স্কুল মাঠে নাগরিক সংবর্ধনা কমিটির আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাজারো নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছায় ভালবাসায় সিক্ত হয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী আলহাজ্ব নাজমুল হাসান পাপন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মন্ত্রী নাজমুল হাসান পাপনের সহধর্মিনী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর নির্বাহী পরিচালক রোকসানা হাসান।

সংবর্ধনা অনুষ্ঠানে ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাগরিক সংবর্ধনা উদযাপন কমিটির আহবায়ক ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, যুগ্ম-আহবায়ক ও ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, প্রয়াত রাষ্ট্রপতির একান্ত সচিব অধ্যাপক লুৎফুর রহমান ফুলু, সাখাওয়াত উল্লাহ, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন কাজল, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ।

আনোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন দেশের বর্তমান সময়ের আলোচিত কণ্ঠ শিল্পী ঐশী।

আলোচনা শেষে ভৈরব বাসস্ট্যান্ড থানা সংলগ্ন এলাকায় মাননীয় মন্ত্রী নিজের নামে একটি স্ট্রাকচারাল নান্দনিক পার্ক উদ্বোধন করেন।

নাজমুল হাসান পাপন নৌকার মনোনয়ন পেয়ে বিপুল ভোটে দ্বাদশ সংসদ নির্বাচন জয় লাভ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাজমুল হাসান পাপন পেয়েছেন ১ লক্ষ ৯৮ হাজার ১৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকে হাজী রুবেল হোসেন পেয়েছেন ৩ হাজার ২০৬ ভোট। এবারের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীই জামানত হারিয়েছেন।

সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ২২ বছর পর মন্ত্রী পাওয়ার আনন্দে অনুষ্ঠানে নেতাকর্মীদের মাঝে বাড়তি উচ্ছ্বাস উদ্দীপনা দেখা যায়। শত শত ফুলে তোড়া নিয়ে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানান ভৈরবের মানুষ।

(এসএস/এএস/ফেব্রুয়ারি ১১, ২০২৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test