E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে আন্তর্জাতিক নারী দিবস পালিত 

২০২৪ মার্চ ১০ ১৮:৫৬:০৩
মৌলভীবাজারে আন্তর্জাতিক নারী দিবস পালিত 

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে নারী দিবসের প্রেক্ষাপট ও ইতিহাস তুলে ধরা সহ নারীর অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় তুলে ধরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। 

রবিবার (১০ মার্চ) দিনব্যাপী শহরের রেস্ট ইন হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যশনালের আয়োজনে দিবসটির তাৎপর্য তুলে ধরা সহ বিভিন্ন সেশনের মধ্যদিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামীলীগ, রাজপথের বিরোধীদল বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক নারী দিবস নিয়ে সূচনা বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যশানাল সিলেটের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ নাইমুর রহমান। সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যশানাল সিলেটের রিজিওনাল ম্যানেজার মোসাম্মদ রাহিমা বেগম। অনুষ্ঠানের প্রথম সেশনে নারী দিবসের প্রেক্ষাপট ও ইতিহাস তুলে ধরা হয়। এর পর অংশগ্রহণকারী ডেলিগেটরা কয়েকটি দলে বিভিক্ত হয়ে ‘নারীর সামগ্রিক অর্থনৈতিক চ্যলেঞ্জ মোকাবেলায় বিভিন্ন পর্যায়ের করনীয় তুলে ধরেন। এছাড়াও রাজনৈতিক দল গুলো এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় কতটুকু প্রস্তুত এবং তাদের সম্ভাব্য করনীয় কি হতে পারে সে বিষয়ও আলোচনায় উঠে আসে। “নারীর সমঅধিকার, সমসুযোগ; এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিবাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সিভিল সোসাইটির ভূমিকা নিয়েও কাঠামোগত আলোচনা হয়।

আলোচনায় প্যানেল অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক পারভীন বখত এবং জেলা মহিলা দলের সহসভাপতি নাসরীন পারভীন।

রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি অপূর্ব কান্তি ধর, জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আক্তারুজ্জামান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ মাহমুদুর রহমান ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামীম আহমদ।

(একে/এসপি/মার্চ ১০, ২০২৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test