E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় পুলিশের ওপর পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলা, আহত ২

২০২৪ মার্চ ১০ ২১:৫২:০৩
কাপাসিয়ায় পুলিশের ওপর পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলা, আহত ২

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় সনমানিয়া ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হকের কর্মীদের হামলায় পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্য দুইজন গুরুতর আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন, কনস্টেবল বিপ্রদাস ও কনস্টেবল মাহমুদুল হাসান।

আজ রবিবার বিকাল ৩ টায় কাপাসিয়া থানার তদন্ত কর্মকর্তা আজিজুর রহমান গণমাধ্যম কে জানান, আহতরা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

তিনি বলেন, গতকাল শনিবার সন্ধ্যা আনুমানিক সারে ৫টার দিকে সনমানিয়া ইউনিয়নের চরসনমানিয়া উচ্চ বিদ্যালয় ৯ নং কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যের গাড়ি বহনকারী চালক বরগুনা জেলার সেন্টু খাঁনের ছেলে সবুজ মিয়া জানান, ফলাফল ঘোষনার পর আমরা কেন্দ্র থেকে বের হতেই পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হকের কর্মীরা অতর্কিত হামলা চালায় এতে কয়েকটি গাড়ী ভেঙে ফেলে। দেশীয় লাঠিলাঠি সোটা দিয়ে এলোপাতাড়ি মারতে শুরু করে। এতে গাড়ির ভিতরে থাকা ২ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়। আমরা তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই।

ডিবি পুলিশ পরিদর্শক লুৎফুল কবীর বলেন, আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেই, পরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুবকর মিয়া বলেন, পুলিশ সদস্য আহতের ঘটনায় ১০ জনের নামে থানায় মামলা হয়েছে। আরো অজ্ঞাত আসামী রয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরাজিত প্রার্থী আবদুল হক গণমাধ্যমে বলেন, ফলাফল ঘোষণার আগে আমার মার্কার কিছু মার্কার ব্যালট পেপার বাইরে পাওয়া গেছে। এসব আমার কর্মীরা ভিতরে এনে দেওয়ার চেষ্টা করে। এটা নিয়ে পুলিশের সাথে কথা কাটা কাটি হয়েছে। এক পর্যায়ে উত্তেজিত জনতা গন্ডগোল সৃষ্টি করে।

উল্লেখ্য, সনমানিয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে মো. মোবারক হোসেন(ঘোড়া) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

(এসকেডি/এসপি/মার্চ ১০, ২০২৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test