E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ার ধুনটে অবরোধে সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

২০১৫ জানুয়ারি ০৯ ২০:২৩:২৭
বগুড়ার ধুনটে অবরোধে সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় পুলিশের সঙ্গে অবরোধ সমর্থনকারী বিএনপি-জামায়াত কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার দুপুর ১২টার দিকে ধুনট-শেরপুর রোডের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫ রাউন্ড শর্ট গানের গুলি ছোঁড়ে। এতে পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন। পরে এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও শ্রমিকদল নেতাকর্মীসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ১২টায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ধুনট-শেরপুর সড়কের হুকুম আলী বাসষ্ট্যান্ড এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করে। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন ওই মিছিলে নেতৃত্ব দেন। মিছিল শেষে সড়ক অবরোধ করে সমাবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাঁধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি-জামায়াত কর্মীরা। বিক্ষুদ্ধ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৫ রাউন্ড গুলি ছোঁড়ে।

পুলিশের গুলিবিদ্ধ হয়ে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বিদ্যুৎ ও ছাত্রদল নেতা রাজু আহমেদ আহত হয়েছে। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ওই ঘটনায় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তালহা শামীম, বিএনপি কর্মী রফিকুল ইসলাম, ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম মধু, রঞ্জু, মিশু, শামীম, মৎস্যজীবী দল নেতা সেলিম আহমেদসহ প্রায় ২০জন আহত হয়েছে। এদিকে পুলিশ কনস্টেবল জাহাঙ্গীর আলম, আব্দুল মোমিন, জাহাঙ্গীর হোসেন, ফরিদুল ইসলাম আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সংঘর্ষের সময় পুলিশ ধুনট সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বনি আমিন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বিদ্যুৎ, উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি সেলিম আহমেদ, ছাত্রদল নেতা আলম হাসান ও কাপড় ব্যবসায়ী ইশ্বরঘাট গ্রামের তৈয়বর আলীর ছেলে আব্দুল হান্নানকে আটক করেছে।

ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন বলেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে। লাঠিচার্জে এবং গুলিবিদ্ধ হয়ে প্রায় ২০জন নেতাকর্মী আহত হয়েছে।

ধুনট থানার ওসি জিয়াউর রহমান পিপিএম বলেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা হুকুম আলী বাসষ্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে সমাবেশের চেষ্টা করছিল। সমাবেশের নামে রাস্তায় যানবহন চলাচল বন্ধ করতে তারা পরিকল্পনা নিয়েছিল। এজন্য লাঠিচার্জ ও শর্টগানের গুলি নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে।

(এএসবি/অ/জানুয়ারি ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test