E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মাগুরা সদর উপজেলা ঘুষ দূর্নীতি মুক্ত করে গড়ে তুলতে চাই'

২০১৫ জুলাই ১৭ ১৩:০৪:০৩
‘মাগুরা সদর উপজেলা ঘুষ দূর্নীতি মুক্ত করে গড়ে তুলতে চাই'

মাগুরা প্রতিনিধি : আসন্ন মাগুরা সদর উপজেলার উপ-নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদ প্রার্থী সাবেক ছাত্র ও যুবলীগ নেতা মোঃ এনামূল হক হীরক। তিনি  ছাত্রাবস্তায়ই  মাগুরার মানুষের সেবা মাধ্যমে রাজনীতি শুরু করেন।

বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। তিনি ১৯৮৬ সালে বাংলাদেশ ছাত্রলীগ মাগুরা সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের মধ্য দিয়ে রাজনীতির শুরু করেন। এরপর ৯০ সালে বাংলাদেশ ছাত্রলীগ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহন করে পর্যায়ক্রমে ৯০ ও ৯৬ সালের এরশাদ এবং খালেদা বিরোধী ছাত্র গণ আন্দোলনে এলাকার ছাত্র-যুবকদের নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মাগুরা জেলা যুবলীগের আহবায়ক হিসেবেও তিনি দীর্ঘদিন যাবত প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যুব সমাজকে একত্রিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিরলস কাজ করে আসছেন। এসব আন্দোলনের সময় বহুবার জেল জুলুম হামলা মামলার শিকার হয়েছেন। তার পরও থেমে থাকেনি রাজনীতি।

মোঃ এনামূল হক হীরক জানান মাগুরাবাসির পাশে থাকতে সদর উপজেলা পরিষদকে একটি ঘুষ দূর্ণিতীমুক্ত সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতেই আগামী ২১ জুলায়ের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। মাদক ও সন্ত্রাসমুক্ত উপজেলা গঠন করে সদর উপজেলা পরিষদকে আমি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। সর্বোপরি ডিজিটাল বাংলাদেশ গঠনে মাগুরা সদর উপজেলার নাম সর্বাগ্রে প্রতিষ্ঠায় আমি কাজ করতে অঙ্গীকারাবদ্ধ থাকবো। মাগুরাবাসির সেবায় আমি আমার জীবন উৎসর্গ করতে চাই।


(ডিসি/এসসি/জুলাই১৭,২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test