E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় নির্বাচিত পাট চাষীদের প্রশিক্ষণ

২০১৫ জুলাই ২২ ১৯:৫৭:০২
মাগুরায় নির্বাচিত পাট চাষীদের প্রশিক্ষণ

মাগুরা প্রতিনিধি : কৃষক পর্যায়ে পাটের উন্নত বীজ উৎপাদন করে সেটির ব্যবহার ও সঠিক পচন পদ্ধতিই পারে পাটের যথাযথ উচ্চফলন ও মান সংরক্ষণ করতে। এছাড়া একই সাথে কমতে পারে পাট চাষে ভারতীয় বীজের নির্ভরতা।

উচ্চ ফলনশীল জাতের পাট চাষ, বীজ উৎপাদন ও পচনের ওপর কৃষক প্রশিক্ষণে এই মত দিয়েছেন বক্তারা। মাগুরার আছাদুজ্জামান মিলনায়তনে বুধবার এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন ও পচন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) এ টি এম ওয়াহহাব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব সাইফুজ্জামান শিখর, প্রকল্পের পরিচালক (যুগ্ম সচিব) ড. শেখ মুহম্মদ রেজাউল ইসলাম।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন উল্লেখিত প্রকল্পের উর্ধ্বতন সহকারি প্রকল্প পরিচালক কৃষিবিদ মরিয়ম বেগম।

প্রশিক্ষণ দেন মাগুরা কৃষি সম্প্রসারণের প্রশিক্ষন কর্মকর্তা সোহরাব হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত চক্রবর্তী, পাট অধিদপ্তর যশোর অঞ্চলের সহকারি পরিচালক মিজানুর রহমান। প্রশিক্ষণে প্রায় ২০০ নির্বাচিত পাট চাষী অংশ নেন।

প্রশিক্ষণে জানানো হয়, এই প্রকল্পের আওতায় ফরিদপুর অঞ্চলের ১৫ উপজেলার ১৫ হাজার পাটচাষীকে পাট উৎপাদনে সহায়তা করা হচ্ছে। যার ফলে ১৫ হাজার হেক্টর জমিতে ৯০ হাজার বেল মানসম্পন্ন পাট উৎপাদিত হচ্ছে। এছাড়া ২৫০ জন চাষীর মাধ্যমে ৫০ একর জমিতে উন্নত পাট বীজ উৎপন্ন হচ্ছে। যা ভারতীয় পাটবীজের প্রভাব মুক্ত করতে ভূমিকা রাখছে।

(ডিসি/পিএস/জুলাই ২২, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test