E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনে দু’দল বনদস্যুর মধ্যে বন্দুকযুদ্ধ, আহত ১

২০১৫ আগস্ট ০৮ ১৮:২৪:৩৬
সুন্দরবনে দু’দল বনদস্যুর মধ্যে বন্দুকযুদ্ধ, আহত ১

বাগেরহাট প্রতিনিধি: পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বনদস্যু মাষ্টার বাহিনী ও শিপন বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। শনিবার সকালে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের নন্দবালা খাল এলাকায় এ ঘটনা ঘটে। এসময় জাকির ফরাজী (৪৩) নামে এক বনদস্যু গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়েছে।

জাকির বাগেরহাটের মংলায় চিলা ইউনিয়নের গাববুনিয়া গ্রামের ওসমান ফরাজির ছেলে। সে মাষ্টার বাহিনীর সক্রিয় সদস্য বলে জেলেরা জানিয়েছেন। ঘটনাস্থলের কাছে মাছ ধরতে থাকা জেলে হান্নান হাওলাদার ও মো. ইসমাইল জানান, আগে থেকেই নন্দবালা এলাকায় বনদস্যু মাস্টার বাহিনীর সদস্যরা অবস্থান করছিল। শনিবার সকালে সেখানে বনদস্যু শিপন বাহিনী ঢুকে পড়ে। এ সময় আধিপত্য বিস্তার নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রায় এক ঘন্টা গোলাগুলি হয়। এক পর্যায়ে মাষ্টার বাহিনীর সদস্য জাকির ফরাজি গুলিবিদ্ধ হলে তাকে ফেলে বাহিনীর অপর সদস্যরা পালিয়ে যায়।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো: বেলায়েত হোসেন বনদস্যুদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুলিবিদ্ধ দস্যু জাকির ফরাজী পালিয়ে যাওয়ার সময় ওই জেলেরা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। গোলাগুলি চলাকালে মাষ্টার বাহিনীর হাতে মুক্তিপন দাবিতে আটক জেলে এনামুল তালুদার পালিয়ে আসতে সক্ষম হয়েছে বলে স্থানীয় জেলেরা জানায়। সে মংলার মিঠাখালী এলাকার বাসিন্দা।

মংলা থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর এলাহি জানান, আহত দস্যুকে মংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে ছড়া গুলি লেগেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

(একে/এলপিবি/আগস্ট ৮, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test