E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধার ৭ থানায় পুলিশের বিশেষ অভিযান পরিচালিত

২০১৫ সেপ্টেম্বর ১৯ ১৬:৪৫:২৩
গাইবান্ধার ৭ থানায় পুলিশের বিশেষ অভিযান পরিচালিত

গাইবান্ধা প্রতিনিধি : পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে আইন-শৃঙ্খলার অবনতি ও নৈরাজ্য-নাশকতা ঠেকাতে গাইবান্ধা জেলার ৭টি থানায় পুলিশ প্রশাসনের বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে আইন রক্ষাকারী বাহিনী।

সম্প্রতি জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এই সাঁড়াশি অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পুলিশ সুপার আশরাফুল ইসলামের নেতৃত্বে এই অভিযানে অংশ নিয়েছে থানা পুলিশ, ডিবি পুলিশ ও কমিউনিটি পুলিশিং-এর সদস্যরা।

কমিটির সভায় জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্তে পুলিশ সুপারকে এই বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেয়া হয়।

নির্দেশনা অনুযায়ী নিষিদ্ধ জঙ্গী সংগঠনের গোপন তৎপরতা, নাশকতার পরিকল্পনা, নৈরাজ্য ও আইন-শৃঙ্খলার অবনতি সৃষ্টিকারী অপরাধীচক্র, সড়ক-মহাসড়কে ডাকাতি, ছিনতাই, রাহাজানি, অপহরণ, ধর্ষণ, খুন, গুপ্ত হত্যা, মাদকদ্রব্যের চোরাচালান, নারী পাচার, ইভটিজিং, বাল্যবিবাহ, লাইসেন্স বিহীন মোটর যান, বিভিন্ন মামলার পলাতক ও দাগী আসামীদের আটক ও গ্রেফতার করতে এই সাঁড়াশি অভিযান পরিচালিত হচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে র‌্যাব-১৩ ইউনিটের টহল। বসে নেই গোয়েন্দা সংস্থাও। এতে জেলার আইন-শৃঙ্খলার সার্বিক উন্নতি হচ্ছে। অপরাধীরা গ্রেফতার-আটকের ভয়ে এলাকা ছাড়া হয়ে আত্মগোপন করেছে। দাঁঙ্গা, কলহ, নাশকতা ইত্যাদি লোপ পেয়েছে। চুরি, ডাকাতি, ছিনতাই হ্রাস পেয়েছে। অপরাধমুক্ত হয়েছে জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক সড়ক। যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশের পাশাপাশি টহল পুলিশের তৎপরতাও বাড়ানো হয়েছে। বন্যা কবলিত চরাঞ্চলেও নৌ-পুলিশের টহল জোরদার হওয়ায় নৌ-ডাকাতির কোন খবর নেই।

সাঁড়াশি অভিযান অব্যাহত থাকায় হাট-বাজার, গ্রামাঞ্চল, শহর-বন্দর এলাকায় জানমালের নিরাপত্তা অনেকটা নিশ্চিত হয়েছে। মানুষের মনে শান্তি ফিরে এসেছে। জামায়াত-শিবির অধ্যুষিত পলাশবাড়ী, সুন্দরগঞ্জ, সাদুল্যাপুর ও গোবিন্দগঞ্জ থানা বর্তমানে শান্ত। কোন অপ্রীতিকর ঘটনা নেই। আসন্ন ঈদের আমেজ, গবাদি পশুর কেনা-বেচার হাটে ক্রেতা-বিক্রেতাদের ভীড় থাকলেও টহল পুলিশ মোতায়েন জোরদার হওয়ায় চাঁদাবাজি হ্রাস পেয়েছে। নিরাপদে ক্রেতা-বিক্রেতারা ঘরে ফেরার সুযোগ পাচ্ছে। উল্লেখযোগ্য কোন অভিযোগ থানা গুলোতে নেই। এমন দাবি করেছেন সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তা ও কর্মচারীরা।

পুলিশ সুপার আশরাফুল ইসলাম জানিয়েছেন, তিনি গাইবান্ধার কর্মস্থলে যোগদানের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে ও স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

(আরআই/এএস/সেপ্টেম্বর ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test